পরীক্ষার আগের রাতে পড়াশোনার অভ্যাস,উপকার না অপকার?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পরীক্ষার আগের রাতে পড়াশোনা করাটা নিয়ে আজকে একটু লেখালেখি করার ইচ্ছা হলো। কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট এবং সত্যি বলতে কি আমি নিজেও বেশিরভাগ সময়ই পড়াশোনা করি পরীক্ষার আগের রাতে। এখন প্রশ্ন আসতে পারে এটা কি ভালো না খারাপ অভ্যাস। আমি বলবো যে এটা একদিক থেকে ভালো, আবার অন্যদিক থেকে খারাপও।

ভালো দিকটা আগে বলি, পরীক্ষার আগের রাতে পড়লে যেটা হয় সেটা হলো তখন মাথা অনেক ফ্রেশ থাকে মানে যেহেতু পরীক্ষা একদম ঘাড়ের কাছে তখন চাপের মধ্যে থাকি, আর চাপের মধ্যে থাকলে অনেক সময় পড়া বেশি মনে থাকে। আমি দেখেছি যে অনেকবার আগে থেকে পড়ে রেখে ভুলে গেছি কিন্তু আগের রাতে পড়লে সেটা পরীক্ষা হলে গিয়েও মনে থাকে। এই জিনিসটা অনেক সময় আমার কাজে দিয়েছে। তাছাড়া আগের রাতে পড়লে যেহেতু সময় কম, তাই খুব গুরুত্ব দিয়ে পড়তে হয় আর অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দরকারি জায়গাগুলো পড়া যায়, যেটা একপ্রকার স্মার্ট পড়াশোনা।

তবে এখন যদি বলি খারাপ দিক নিয়ে, তাহলে বলতেই হয় যে এটা আসলে অনেক বড় একটা রিস্ক। কারণ সব সময় এমনটা হবে না যে আগের রাতে পড়েই সব মনে থাকবে। যদি হঠাৎ করে মাথাব্যথা হয় কিংবা শরীর খারাপ হয় তাহলে আর কিছুই পড়া হবে না। তখন পুরো সেমিস্টারের উপর প্রভাব পড়ে যায়। আমি নিজেও কয়েকবার এমন সমস্যায় পড়েছি, পরীক্ষার আগের রাতে মন বসছে না, টেনশনে ঘুম আসে না, পড়াও হয় না, আবার পরীক্ষা হলেই খারাপ যায়। তখন ভীষণ খারাপ লাগে। আর শুধু তাই নয়, এক রাতেই সব পড়া সম্ভব হয় না সব বিষয়ে। বিশেষ করে যেসব বিষয়ে অনেক থিওরি থাকে, সেগুলা এক রাতে আয়ত্ত করা বেশ কঠিন।

আরেকটা সমস্যা হলো যে এতে করে স্টুডেন্ট লাইফে পড়াশোনার প্রতি একধরনের অলসতা চলে আসে। মনে হয় যে পড়তে হবে না, পরে এক রাতেই পড়ে ফেলবো। এটা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, যেটা দীর্ঘমেয়াদে ক্ষতি করে। অনেক বড় বিষয়, প্রজেক্ট, কিংবা কোর্সগুলো এক রাতের পড়ায় কভার করা যায় না, তখন বিপদে পড়তে হয়।

তাই আমার মতে পরীক্ষার আগের রাতে পড়াটা পুরোপুরি খারাপ না, আবার পুরোপুরি ভালোও না। এটা কাজ দেয় যদি সব কিছু আগে থেকেই কিছুটা জানা থাকে। কিন্তু যদি পুরোটাই নতুন থাকে তাহলে আগের রাতে পড়ে কিছুই হবে না। তাই ভালো হয় যদি একটু একটু করে পড়া যায় এবং আগের রাতে শুধু রিভিশনের জন্য রাখা যায়। তাহলে মানসিক চাপও কম পড়ে আর ফলও ভালো হয়।

ABB.gif