সময়ের মূল্য বুঝতে শেখা খুব জরুরি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সময়ের মূল্য কতোটা তা আমরা অনেকেই বুঝি না বা বুঝতে চাই না।অথচ এই সময়টাই হলো আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিস।টাকা পয়সা হারালে সেটা আবার ফিরে আসতে পারে।কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কোনোভাবেই ফিরে আসে না।ছোটবেলায় আমরা হয়তো ভাবি সময় তো অনেক আছে,এখন যদি নষ্টও করি তাতে কিছুই হবে না।কিন্তু আসলে যত বড় হই,ততো বুঝতে পারি সময় নষ্ট করার মানে নিজের জীবনটাই পিছিয়ে ফেলা।

আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করি।যেমন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় থাকা,অন্যের ব্যাপারে অতিরিক্ত কৌতূহল দেখানো বা এমন সব কাজে জড়িয়ে যাওয়া যেগুলো আমাদের জীবনে কোনো উপকার আনে না।অথচ এই সময়টাই যদি নিজের স্বপ্ন পূরণের দিকে ব্যবহার করতাম,তাহলে হয়তো অনেকদূর এগিয়ে যেতাম।

সময়ের সঠিক ব্যবহার করতে শিখলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়।যেমন ধরুন একজন স্টুডেন্ট যদি ঠিকভাবে সময় মেনে পড়াশোনা করে তাহলে তার পরীক্ষার আগের চাপ অনেকটাই কমে যায়।আবার যে কাজ করতে চায় বা নিজে কিছু করতে চায়,সে যদি সময় নষ্ট না করে নির্দিষ্ট একটা রুটিনে চলে তাহলে সে খুব সহজেই সফলতার কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আসলে সময় আমাদের হাতে একটা সুযোগের মতো।এই সুযোগটা কাজে লাগানো না লাগানো পুরোপুরি আমাদের নিজের উপর নির্ভর করে।অনেকে সময়কে অবহেলা করে পরে আফসোস করে আবার কেউ কেউ সময়কে ঠিকভাবে ব্যবহার করে জীবনে অনেক বড় কিছু করে ফেলে।আমাদের উচিত সময়কে শ্রদ্ধা করা,যেমনভাবে আমরা জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে করি।

আমরা যদি এখন থেকেই সময়ের মূল্য বুঝতে শিখি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য পথ চলাটা অনেক সহজ হবে।কারণ যে মানুষ সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারে,সে জীবনের যেকোনো পরিস্থিতির সাথে লড়তে পারে।তাই আজ থেকেই আমাদের সবার উচিত সময় নষ্ট না করে, যেটা দরকার সেটা করা এবং নিজের প্রতিটা মুহূর্তকে উপকারে লাগানো।কারণ শেষ পর্যন্ত সময়টাই আমাদের সবচেয়ে বড় সঙ্গী এবং এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমরা আমাদের জীবনে সত্যিকারের উন্নতি দেখতে পারবো।

ABB.gif

Sort:  

বরফের সাথে তুলনা করা হয়েছে।বরফ যেমন প্রতি মুহূর্তে গলে শেষ হয়ে যায়।আর ফেরানো যায় না।ঠিক সময়‌ও এমন। প্রতি মুহূর্ত আমাদের থেকে বিদায় নিচ্ছে।যা কখনোই ফেরানো সম্ভব না।কাজেই সফল হতে সময়কে মূল্য দিতেই হবে। পৃথিবীতে প্রতিটি সফল ব্যক্তি সময়ের মূল্য দিয়েই সফল হয়েছেন।