কখন আনন্দে আনন্দিত হওয়া যায় না?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা সব সময় আনন্দে থাকতে চাই, এবং আমরা মানুষ হিসেবে সব সময় আসলে ভালো থাকতে চাই। তবে, সব সময় ভালো থাকতে চাইলেই যে ভালো থাকা যায়, ব্যাপারটি আবার তেমনটাও নয়। অনেক সময় আসলে আমরা ভালো থাকতে চাইলেও পরিস্থিতি কিংবা পরিবেশ আমাদেরকে সেই সুযোগটা দেয় না। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে— অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে, যে মুহূর্তে আসলে হয়তো আমাদের সামনে কোনো একটা সুখবর এসেছে। আমাদের জীবনে আনন্দ রয়েছে, কিন্তু সে আনন্দ আমরা কোনভাবেই উপভোগ করতে পারি না, কিংবা সে আনন্দে আসলে আমরা আনন্দিত হতে পারি না। তার অনেকগুলো কারণও থাকে।
আসলে, তার মধ্যে অন্যতম হলো— আমাদের মনে যদি সুখ না থাকে, তাহলে আসলে যত রকমের আনন্দই আমাদের জীবনে আসুক না কেন, আমরা সেটা কখনোই উপভোগ করতে পারবো না। মনের সুখটাই হলো পৃথিবীতে সবচেয়ে আসল ব্যাপার। আর সবচেয়ে বিপদের কথা হলো— এই মনের সুখটাই বর্তমানে যতদিন যাচ্ছে, ততই আমাদের মন থেকে চলে যাচ্ছে। আসলে কোথাও যেন কেউ কোনভাবেই ভালো নেই। সব দিকেই যেন একটা দুশ্চিন্তার পাহাড় গড়ে উঠেছে। সবাই যেন কেমন একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে। সব আনন্দ চারপাশে আছে, কিন্তু সেই আনন্দ উপভোগ করার মতো কারো মনের পরিস্থিতি নেই।
আসলে, এই ব্যাপারগুলো খুব অদ্ভুত। কারণ, আমাদের জীবনে খুব কমই বলা চলে আনন্দের মুহূর্ত আসে। আর সে আনন্দের মুহূর্তে যদি আমরা মন খুলে, প্রাণ খুলে আনন্দ না করতে পারি, তাহলে আসলে একটা মানুষের জীবনে বেঁচে থাকাটাই অনেকটাই অপ্রয়োজনীয় এবং অনেকটা বোঝার মতো হয়ে যায়। আসলে, আমাদের জীবন তখনই আমাদের কাছে বোঝা মনে হয়, কিংবা প্রয়োজন ফুরিয়ে গিয়েছে বলে মনে হয়, যখন আমরা আমাদের জীবনে আনন্দ উপভোগ করতে পারি না।

