প্রতিদিন একটু একটু বদলেই নিজের উন্নতি সম্ভব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের নানান রকম সমস্যা রয়েছে এবং আমরা আসলে স্বাভাবিক জীবন যাপন করার সময় নানান রকমের বাধা-বিপত্তির সম্মুখীন হই। আর শুধু তাই নয় আসলে নানান রকমের সমস্যা আমাদের জীবনে আসে এবং এ ব্যাপারগুলো খুব স্বাভাবিক। অর্থাৎ আমাদের অনেক বদ অভ্যাস থাকে যে অভ্যাসগুলোর কারণে আমরা আসলে আমাদের নিজেদের ক্ষতি করি এবং আমরা আমাদের নিজেদের কেই সমস্যার সামনে দাঁড় করিয়ে দেই।এবং এই ধরনের অনেক সমস্যায় হতে পারে কিংবা এই ধরনের অনেক কিছুই আমাদের জীবনের স্বাভাবিকভাবেই ঘটে থাকে।
কিন্তু আসলে যে ব্যাপারটি না বললেই নয় কিংবা যে ব্যাপারটি আসলে আমরা উপলব্ধি করতেই পারি না। সেটা হলো আমি যেটা দেখেছি সেটা হলো আমরা যদি আসলে নিজের এই বদ অভ্যাসগুলোকে কিংবা নিজের সমস্যাগুলোকে একটু একটু করে বদলানোর চেষ্টা করি। তবে আসলে আমরা অনেক অংশেই সফল হতে পারবো। অর্থাৎ আমরা আসলে অনেক অংশেই নিজেদের শুধরে নিতে পারবো। কারণ আমরা যদি রাতারাতি নিজেকে বদলাতে চাই। সেটা একটা হবে একেবারে মারমুখো আচরণ। অর্থাৎ যেটা আমাদের নিজের জীবনের জন্যই ভয়ঙ্কর একটি ব্যাপার হয়ে উঠতে পারে।
কিন্তু আমরা যদি তার উল্টাটা করি। তবে কিন্তু এমন কিছু হবে না। অর্থাৎ আমরা যদি আসলে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানোর চেষ্টা করি এবং নিজেকে আসলে বিভিন্ন ভালো কাজের সাথে জড়ানোর চেষ্টা করি। তবে আমি মনে করি যে নিজের উন্নতি অবশ্যই সম্ভব। কারণ আমরা যদি নিজেদের খারাপ অভ্যাসগুলোকে কিংবা খারাপ স্বভাবগুলোকে ধীরে ধীরে বদলাই। তবে কিন্তু আমরা সত্যিই একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। কারন আমরা যখন ধীরে ধীরে নিজেকে বদলাবো। তখন আমরা ধীরে ধীরে সে অভ্যাসগুলোর সাথেও অর্থাৎ নতুন অভ্যাসগুলোর সাথে ও নিজেকে মানিয়ে নিতে পারবো।যার কারণে খুব একটা সমস্যা আর হবে না।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 2 days ago
$0.00
Reveal Comment
