কিছু না বলেও অনেক কিছু বলা যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু না বলেও অনেক কিছু বলা যায়, এই কথাটা আমি আসলে অনেকবার টের পেয়েছি। সব সময় মুখে বলে অনুভূতি প্রকাশ করা যায় না, আর সব কথা বলাও যায় না। অনেক সময় এমন হয়, আমি চুপ করে বসে থাকি, কিন্তু ভেতরে কত কিছু চলছে সেটা কেউ বুঝে না। আবার কেউ কেউ বুঝেও ফেলে, শুধুই আমার চোখ দেখে বা আচরণ দেখে।

এই না বলা কথাগুলো অনেক সময় খুব বেশি ভারী হয়ে যায়। কিন্তু তবুও বলা হয় না। কারণ, বললে হয়তো কেউ বুঝবে না, কেউ মূল্য দেবে না, বা হয়তো ভুল বুঝে ফেলবে। তাই চুপ করে থাকাটাই তখন বেস্ট অপশন মনে হয়।

আবার এমনও হয়, আমি কারও জন্য অনেক কিছু অনুভব করি, কিন্তু সেটা মুখে বলতে পারি না। কিন্তু আমার ব্যবহার, আমার খেয়াল রাখা, ছোট ছোট কাজে বোঝা যায় আমি কতটা গুরুত্ব দিচ্ছি। তখন মনে হয়, ভালোবাসা বা যত্ন সব সময় ভাষায় প্রকাশ করতে হয় না। কিছু না বলেও অনেক কিছু বলা যায়, শুধু বুঝে নেওয়ার মতো একজন মানুষ থাকতে হয়।

আসলে মানুষ চুপ করে গেলেই যে তার কিছু বলার নেই, তা কিন্তু না। অনেক সময় চুপ থাকা মানে হাজারটা অনুভূতি লুকিয়ে রাখা। কষ্ট, ভালোবাসা, অভিমান, না বলা স্বপ্ন।সব কিছু একসাথে জমে থাকে সেই চুপচাপ অবস্থার মধ্যে।

তাই আমি এখন বুঝি, চুপ থাকা মানেই দুর্বলতা নয়। বরং অনেক সময় সেটা অনেক বেশি শক্তি নিয়ে আসে। আর অনেক কিছু না বলেও যদি কেউ বুঝে যায়, সেটার চেয়ে সুন্দর আর কিছু হয় না। বুঝে নেওয়া, অনুভব করা। এই জিনিসগুলোই তো আসলে সবচেয়ে গভীর ভালোবাসার বা সম্পর্কের প্রমাণ।

এই না বলা কথাগুলোর মধ্যেই একটা আলাদা শক্তি থাকে, যেটা অনেক সময় সব কথা বলার চেয়ে বেশি কিছু বলে দেয়।

ABB.gif