ছোট ছোট সুখই কি আসল আনন্দের উৎস
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে আমরা সবসময় বড় কিছু পাওয়ার পেছনে ছুটতে থাকি। মনে হয় যে বড় কিছু পেলে তবেই আমরা খুশি থাকবো। তবেই আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, সত্যিকারের আনন্দ আসলে সেই ছোট ছোট সুখের মধ্যেই লুকিয়ে থাকে যেগুলোর দিকে আমরা প্রায় সময়েই নজর দিই না।
এক কাপ চা নিয়ে বিকেলের ছাদে বসে হালকা বাতাসে চোখ বন্ধ করে থাকা, প্রিয় বন্ধুর একটা ফোন কল, মা-বাবার মুখে হাসি দেখা, কিংবা ক্লাসের কোনো ছোট সফলতা।এই ছোট ছোট ঘটনাগুলোই আমাদের মনে অনেক বড় রকমের প্রশান্তি এনে দেয়। কিন্তু আমরা এমনভাবে বড় কিছুর পেছনে ছুটি যে এই ছোট ছোট আনন্দগুলোকে পাত্তাই দিই না।
যেমন ধরেন সকালে সূর্য ওঠা দেখা, পাখির ডাক শোনা, রাস্তায় হঠাৎ পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া, অথবা অনেকদিন পর মনমতো কিছু খাওয়া এসবই এমন কিছু মুহূর্ত যা আমাদের দিনটাকে সুন্দর করে দিতে পারে। কিন্তু আমরা শুধু ভবিষ্যতের চিন্তায় এত ব্যস্ত থাকি যে বর্তমানের এই আনন্দগুলোকে উপভোগই করি না।
আসলে জীবন অনেক কঠিন হয়ে উঠেছে, এটা ঠিক। কিন্তু সেই কঠিন জীবনের মধ্যেই যদি ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখতে পারি, তাহলে জীবনটা কিছুটা সহজ হয়ে যায়। ছোট ছোট খুশির মুহূর্তগুলো একটা বড় রকমের শান্তির উৎস হতে পারে। এসব মুহূর্ত আমাদের নতুন করে বাঁচার শক্তি দেয়, হতাশার মাঝেও হাসার কারণ হয়ে দাঁড়ায়।
অনেক সময় আমরা ভাবি যে টাকার পরিমাণ, চাকরির পজিশন, সমাজের সম্মানই সুখের আসল মানদণ্ড। কিন্তু কেউ যদি মন থেকে খুশি না থাকে, তাহলে সেই সব বড় বড় অর্জনের কোন অর্থ থাকে না। বরং একজন মানুষ যিনি প্রতিদিনের ছোট ছোট আনন্দকে উপভোগ করেন, তিনিই সত্যিকার অর্থে সুখী।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted yesterday
$0.00
Reveal Comment
