একটি চিঠি ভবিষ্যতের আমি-কে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

হ্যালো, ভবিষ্যতের আমি তুই কেমন আছিস? এখন বসে এই চিঠিটা লিখছি নিজের জন্য, জানি না ঠিক কবে তুই এটা পড়বি। তখন হয়তো অনেক কিছু বদলে যাবে, হয়তো অনেকটাই একই থাকবি। তবে একটা কথা, এই আমি তোকে ভুলে যাইনি।

তুই কি এখনো বিকেলের রোদে দাঁড়িয়ে ভাবিস, জীবনটা আসলে কোনদিকে যাচ্ছে? আমি তো এখনো ভাবি। রাত জেগে নিজের ভিতরের কথাগুলো নিয়ে গুছিয়ে ভাবতে বসি, আর মাঝে মাঝে খুব ভয়ও লাগে। তোকে নিয়ে আমার অনেক কৌতূহল। তুই কি সেই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছিস যেগুলো আমি এখন দেখি? লেখালেখি করিস এখনো? নাকি ব্যস্ত জীবন তোর হাত থেকে কলমটা কেড়ে নিয়েছে?

আমি জানি, সময় বদলায়, মানুষ বদলায়। তুইও বদলেছিস নিশ্চয়। কিন্তু আমি চাই, তুই যেনো নিজের ভেতরের মানুষটাকে ধরে রাখিস। যে মানুষটা আজ এই চিঠিটা লিখছে, তার অনেক আশা আছে তোকে নিয়ে। তোকে নিয়ে ভয়ও আছে। তুই কি এখনো মানুষকে বুঝতে চেষ্টা করিস? না কি এই দুনিয়া তোকে বেশি কাঠিন্য শিখিয়ে দিয়েছে?

আর একটা কথা, এখন আমি মাঝেমধ্যে নিজের উপর সন্দেহ করি। নিজের সিদ্ধান্ত নিয়ে, নিজের অনুভূতি নিয়ে। তোকে বলতে চাই, যদি তুই আজও সেই সন্দেহগুলোর ভিতর দিয়ে যাস, তাহলে জেনে রাখ, এটা খুব স্বাভাবিক। আমরা কেউই পুরো নিশ্চিত নই। তবে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, তুই যেনো চেষ্টা না থামাস।

তুই কি এখনো হাসিস ঠিক যেমন করে আমি হাসি? এখনো কি একা হেঁটে বেড়াস বিকেলের ফাঁকা রাস্তায়? কারো চোখে চোখ রেখে ভালোবাসা খুঁজিস? আমি চাই, তুই এসব ভুলে যাস না। ভুলে যাস না কে ছিলি, কেমন ছিলি, আর কতটা ভালোবাসতে জানতিস।

এই চিঠিটা মনে রাখিস। ভালো থাকিস, ভবিষ্যতের আমি।

ABB.gif