অকারণে হাঁটতে হাঁটতে পাওয়া জীবনের উত্তর


problem-860227_1920.jpg

Source

আপনার সাথে কি এমন কখনো হয়েছেন তারেন আপনি একা বিকেলে হাঁটতে বের হয়েছেন একাই হাঁটছেন একাই নিজের মনের মধ্যে জীবন নিয়ে চিন্তাভাবনা করছেন। আপনি কি করছেন অদূর ভবিষ্যতে কি করতে চান এসব কিছু চিন্তা করতে করতেই আপনার জীবনের বেশ কিছু সমস্যার বিভিন্ন ধরনের সমাধান আপনি খুঁজে পেলেন। এ ধরনের বিষয়বস্তু কিন্তু আমার সাথে বেশ কয়েকবার ঘটেছে এবং আমি আমার জীবনে এপ্লাই করে দারুন সমাধান পেয়েছি।

তাই আমি ব্যক্তিগতভাবেই মনে করি প্রত্যেকটা মানুষকে নিজেকে সময় দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের জীবনের নানান ধরনের কথা থাকে নানান ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যতটা সম্ভব সেটা পূরণ করার চেষ্টা করুন। কারণ আমাদের এই জীবন শেষ হয়ে গেলে আমাদের স্বপ্নগুলোও শেষ হয়ে যাবে। যেটার পর আসলে এই পৃথিবীর কেউ করে না যেটা আমরা প্রত্যেকেই অনেক ভালোভাবে অনুধাবন করতে পারি। তাইতো মাঝেমধ্যে নিজেকে সময় দেওয়া একটি বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।

আমরা যতটা শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে যতটা চিন্তাভাবনা করি তার বিপরীতে মানসিকভাবে অসুস্থতার বিষয়গুলো শুনলেই আমরা পাগল বলে তাকে খ্যাপানোর চেষ্টা করি। এটাই আমাদের সমাজের বর্তমানের চিত্র। যেটা আসলেই কোনভাবেই কাম্য নয়। প্রত্যেকটা মানুষেরই শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব রয়েছে তাইতো নিজেকে সময় দেওয়ার জন্য চেষ্টা করুন এবং সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তাহলেই আপনি অন্য মানুষদের কে ভালো রাখতে পারবেন

ABB.gif