ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মানুষের অনেক বড় একটি সমস্যা হলো কিংবা আমি যদি বলি যে আমরা মানুষেরা সবচেয়ে বড় একটি জায়গায় হেরে যাই এবং সেটা হলো ব্যর্থতা। আসলে ব্যর্থতার কারণে যে আমরা হেরে যাই সেটা নয়। ব্যর্থতার জন্য আমরা যে থেমে যাই। সেটাই হলো আমাদের আসল এবং মূল ব্যর্থতার কারণ। ব্যর্থতার কারণে আমরা যখন থেমে যাই।তখন কিন্তু আমরা আমাদের চেষ্টাটাও যেমন থামিয়ে দেই। ঠিক একইভাবে আমরা আমাদের আত্মবিশ্বাস ও হারিয়ে ফেলি। যেটা অত্যন্ত ভয়ংকর বলেই আমি মনে করি। কারণ ব্যর্থতা আসতেই পারে জীবনের বিভিন্ন কাজে বাধা বিপদ আসতেই পারে এবং সেটা খুব স্বাভাবিক।

কিন্তু তার মানে এই নয় যে আমাকে থেমে যেতে হবে। থেমে যাওয়া কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না। শুধু থেমে গেলেই যে আমরা জিতে যাবো ব্যাপারটি এমন কিন্তু নয়। আসলে থেমে যাওয়া মানেই হলো আমরা হার মেনে নেওয়া। আর যে মানুষ সামান্য ব্যর্থতার কারণে হার মেনে নেয়।সে আসলে জীবনের পথে কখনোই কোনো উন্নতি করতে পারে না। আর তাই ব্যর্থতা আসলেই আমাদের প্রথমে মাথা ঠান্ডা করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা নিয়ে চিন্তা করতে হবে।

তার চেয়েও বড় ব্যাপার হলো আসলে আমাদের কখনোই ব্যর্থতা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করলে চলবে না। আমাদের সবসময় এভাবে ভাবতে হবে যে আসলে ব্যর্থতা কেনো আসলো এবং সেই ব্যর্থতাকে আমরা কিভাবে এখন পার করতে পারি। আমরা যদি এভাবে ভাবতে পারি। তবে আমাদের অনেক উন্নতি হবে। কারণ কেনোনো আমাদের জীবনে ব্যর্থতা আসছে কিংবা ব্যর্থতা আসলো সেই কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি। তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেটা সমাধান করতে পারবো।আর সেটা সমাধান যখন করতে পারবো। তখন কিন্তু আমাদের আসলে প্রবলেম সলভ করার ক্ষমতা আরো বেশি বৃদ্ধি পাবে। আর তাই আমার কথা হলো, ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয়। আর ব্যর্থতা মানেই যদি থেমে যাওয়া হয়। তাহলে জীবনে আর কোনো রকমের উন্নতি আমরা দেখতে পাবো না।

ABB.gif