গুরুত্বহীনকে গুরুত্ব দিতে নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজের মনের কথাগুলো কখনোই আসলে সেভাবে প্রকাশ করা হয় না। কারণ আমরা হয়তো সেভাবে প্রকাশ করার সুযোগ পাই না। তবে আমাদের মনের মধ্যে একটা কথা সবারই থাকা উচিত। কিন্তু সেটা থাকে না এবং সেটা থাকে না বলেই আসলে আমরা ভুল কে ভুল বলতে পারি না এবং সঠিকটি সঠিক বলতে পারি না। ব্যাপারটা এমন নয় যে আমরা ভুল এবং সঠিক এর মধ্যে পার্থক্য বুঝি না। আমরা কিন্তু পার্থক্য খুব ভালো করে বুঝি এবং এটা আমরা জানি যে আমাদের কাছে কে গুরুত্বপূর্ণ এবং কে গুরুত্বপূর্ণ নয়।

কিন্তু সবকিছু বোঝা সত্ত্বেও আমরা একটু ভুল করি এবং সেই ভুলটি হলো আমরা আসলে গুরুত্বপূর্ণ যারা তাদেরকে হয়তো বা কিছুটা চোখের আড়াল করে ফেলি এবং যারা আসলে একেবারেই গুরুত্বহীন এবং যাদের গুরুত্ব আমাদের জীবনে নেই বললেই চলে। অর্থাৎ শুধু তাই নয়, যারা আমাদের কেউ আসলে গুরুত্ব দেয় না। আমরা কেনো জানি তাদেরকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের জীবনে এনে ফেলি এবং আমরা তাদেরকেই অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি। যেটা কখনোই করা উচিত নয়। কারণ যে যেটার যোগ্য সেটা পাওয়ার ই কথা, যে যেটার যোগ্য নয় তাকে সেটা কখনোই দেওয়া উচিত নয়।

কারণ যে যেটার যোগ্য নয়। তাকে যদি সেটা দিয়ে দেওয়া হয় কিংবা যে ওই গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। সে গুরুত্ব যদি তাকে দেওয়া হয়। তাহলে সে সেই গুরুত্ব টির আসলে ভুল ব্যবহার করবে এবং সে গুরুত্বকে তারা ছোট করে দেখবে এবং আমরা যাদেরকে গুরুত্ব দেই, আমরা যাদের জীবনকে আসলে প্রায়োরিটি দেই। তারা যদি আমাদের সেই প্রায়োরিটিকেই হেনস্থা করে। তাহলে সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট অপমানজনক। আর এই অপমান আমরা আমাদের নিজেরাই নিজেদের করতে পারি না। কারণ আমরা আমাদের প্রায়োরিটি লিস্ট খুব ভালো করেই জানি এবং আমার মনে হয় যারা গুরুত্বহীন, তাদেরকে কখনোই অতোটা গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ যার যা যোগ্যতা তাকে ঠিক সেই অনুযায়ী ট্রিট করা উচিত। কারণ বেশি পেলে মানুষ আসলে মাথায় উঠে নাচে। এটা একটি সত্য কথা।

ABB.gif