অনিশ্চয়তা মানেই শেষ না, এটা শুরু
প্রিয় স্টিমিট পরিবার, আজ একটু গভীর চিন্তার ভিতর দিয়ে যাচ্ছি। এমন না যে জীবনে সব কিছু খারাপ যাচ্ছে, বরং ভালো জিনিসও আসছে। কিন্তু তবুও মনটা কেমন খালি খালি লাগে। এই যে সামনে পড়াশোনা শেষ, তারপর কী করবো, কেমন করবো?এইসব চিন্তা আমাকে ঘুমাতে দেয় না। চারপাশের সবাই কোথাও না কোথাও সেটেল হয়ে যাচ্ছে, আর আমি?
তবে মাঝে মাঝে মনে হয়, অনিশ্চয়তা মানেই ভয় নয়,এটা একটা সম্ভাবনার নাম। হয়তো এই অজানা পথেই কোনো একদিন আমার সবচেয়ে বড় সাফল্য লুকিয়ে আছে।আমাদের জীবনে কিছু কিছু সময় আসে, যেগুলো আমরা বুঝতে পারি না। ঠিক তখনই আল্লাহ আমাদের পরীক্ষা করেন। কাকে আমরা বিশ্বাস করবো, কিভাবে সামলে নেব, এটাই মূল শিক্ষা।
তাই বন্ধুরা, এই অনিশ্চয়তা থেকে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটাকে আলিঙ্গন করো মেনে নেও, বলো চলো দেখি, তুই আমাকে কোথায় নিয়ে যাস। আর জীবনে যাই হয় না কেন আল্লাহর ইচ্ছায় হয়। এইটুকু মেনে নিলে জীবনের অনেক কষ্ট দূর হয়ে যায়। আপনারা কি মনে করেন তা জানাতে পারেন মন্তব্যে। সবাইকে ধন্যবাদ।

