ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই ডিজিটালের যুগে মানুষ যতোটা না বাস্তবে থাকে, তার চেয়ে বেশি সময় কাটায় ভার্চুয়াল জগতে। আর এই ভার্চুয়াল জগতের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এসব এখন মানুষের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু আমরা যতই এগুলা ব্যবহার করছি, ততই একটা জিনিস হারিয়ে ফেলছী।সেটা হলো আমাদের ব্যক্তিগত গোপনীয়তা।

আমরা অনেক সময় নিজের অজান্তেই অনেক ব্যক্তিগত তথ্য সবার সামনে এনে ফেলি। যেমন ধরো, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে আছি, এমনকি কখন কোথায় থাকবো।সব কিছু আমরা নিজেরা প্রকাশ করে দিচ্ছি। এটা শুধু বন্ধুদের জানানো না, অনেক অচেনা মানুষও এসব দেখে। এখন আবার এমন অনেক অ্যাপ আছে, যারা আমাদের ফোন থেকে লোকেশন, গ্যালারি, কন্টাক্টস, সব কিছু এক্সেস করে নেয়। আমরা যখন এসব অ্যাপ ব্যবহার করি, তখন অনেকেই না বুঝে পারমিশন দিয়ে দেই। এতে করে আমাদের তথ্য চলে যায় বিভিন্ন কোম্পানির কাছে। তারা আবার এই তথ্য দিয়ে নানা বিজ্ঞাপন দেখায়, এমনকি কোন সময় কোন জিনিস কিনবো, সেটাও আগেই বুঝে ফেলে।

অনেকে আবার এইসব তথ্যের অপব্যবহার করে। যেমন, কেউ যদি হ্যাক করে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, তাহলে সব কিছু হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। এছাড়াও অনেক সময় পরিচিত মানুষরাও খারাপ উদ্দেশ্যে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারে।

তবে এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে ভবিষ্যতে এটা আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। গোপনীয়তা শুধু নিরাপত্তা নয়, এটা একটা মানুষের অধিকার। তাই কী শেয়ার করবো, কার সাথে করবো, কোন অ্যাপ ব্যবহার করবো, এসব নিয়ে চিন্তা করাটা এখন সময়ের দাবি।

সব কিছু যেমন খারাপ না, তেমনি সব কিছু ভালোও না। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু এটা যেন আমাদের নিয়ন্ত্রণ না করে ফেলে। তাই নিজের ব্যক্তিগত জীবন, নিজের তথ্য, নিজের ছবি সব কিছু নিয়ে একটু সচেতন থাকলে, সোশ্যাল মিডিয়া থেকে আমরা উপকার পেতে পারি, বিপদে পড়তে না।

ABB.gif