আমার খুবই পছন্দের একটি ফল হলো পানিফল।।

in #blog18 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পানিফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

পানিফল খেতে আমার ভীষণই ভালো লাগে।পানিফল পানির নিচে সবসময় জন্মে থাকে।পানির নিচে অনেক ধরনের ফলই হয়ে থাকে তার মধ্যে পানিফল একটি।পানিফলটি খেতে খুব বেশি মিষ্টি প্রকৃতির হয় না।তবে এই ফলটির স্বাদ খুবই ভালো।পানিফল খেতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে।পানিফল শীতকালীন সময়েই পাওয়া যায়।শীতকালীন ফল হিসেবে পানিফলটি সকল মানুষের কাছেই পরিচিত।

IMG20241130113115.jpg

IMG20241130113244.jpg

এই ফলটি শিকড় সবসময় পানির নিচে মাটিতেই হয়ে থাকে।শুকনো জায়গায় এই ফলগুলো কখনোই জন্মাতে পারে না।এই পানিফল গুলোর পাতা সব সময়ই পানির উপরে ভাসোমান অবস্থায় থাকে।এই পাতাগুলো খুবই শক্ত প্রকৃতির হয়ে থাকে।এই পানিফল গুলো কাঁচা অবস্থায় খাওয়া যায়।তবে অনেকেই আবার এই পানি ফল গুলোকে রান্না করেও খেয়ে থাকে।

IMG20241130113031.jpg

তবে পানি ফল গুলো সব সময় কাঁচা অবস্থাতেই খেতে বেশি মজার হয়ে থাকে।তবে পানিফল সিদ্ধ করে খেলেও এর অনেক উপকারিতা রয়েছে।হাজার রকমের গুনাগুন নিয়েই একটি ফল জন্মে থাকে।এই পানিফল গুলো দেখতে কিছুটা সিংহের মাথার মতো দেখা যায়।এই পানিফল গুলোর দুই পাশে দুইটি কাটা হয়ে থাকে।এই পানি ফলগুলো দেখতে অনেকটা সিঙ্গারার মতো হয়ে থাকে।

IMG20241130113247.jpg

IMG20241130113115_01.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সিঙ্গারার মতো দেখতে হওয়ায় এই ফল গুলোকে অনেকে সিঙ্গারা ফলও বলে থাকে।এই পানি ফলগুলো সব সময় জলাশয় জাতীয় অঞ্চল গুলোতেই বেশি ভালো জন্মাতে পারে।পানিফল গুলো সবসময় ধীরগতির পানিতেই জন্মাতে পারে।খুব দ্রুত যে পানিগুলো প্রবাহিত হয় সেই পানিতে কখনোই পানিফল জন্মাতে পারেনা।এই পানিফল গুলো স্থির পানিতেই জন্মে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।