আমাদের সকলের জন্য দুইটি কথা।প্রথম পর্ব।।
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
যদি আগুনের একটি ছোট স্ফুলিঙ্গ আপনার সামনে পড়ে থাকে আর ছোট একটি শিশু খালি পায়ে হেঁটে এসে তার কচি পাদুটি আগুনে রাখতে যায়, তখন আপনি কী করবেন?
নিশ্চয় আপনি দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেবেন, তাকে আগুন থেকে বাঁচাতে পেরে ভীষণ আনন্দিত হবেন এবং নিজেকে ধন্য মনে করবেন।
অনুরূপ যদি আপনি কোন ব্যক্তিকে আগুনে পুড়ে যেতে দেখেন, তখন আপনি অস্থির হয়ে পড়বেন। আপনার হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে যাবে এবং লোকটির প্রতি আপনার সহানুভূতি জেগে উঠবে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |