আমাদের সকলের জন্য দুইটি কথা।প্রথম পর্ব।।

in #blog7 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

যদি আগুনের একটি ছোট স্ফুলিঙ্গ আপনার সামনে পড়ে থাকে আর ছোট একটি শিশু খালি পায়ে হেঁটে এসে তার কচি পাদুটি আগুনে রাখতে যায়, তখন আপনি কী করবেন?

IMG20240904173050.jpg

নিশ্চয় আপনি দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেবেন, তাকে আগুন থেকে বাঁচাতে পেরে ভীষণ আনন্দিত হবেন এবং নিজেকে ধন্য মনে করবেন।

IMG20240904173120_01.jpg

অনুরূপ যদি আপনি কোন ব্যক্তিকে আগুনে পুড়ে যেতে দেখেন, তখন আপনি অস্থির হয়ে পড়বেন। আপনার হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে যাবে এবং লোকটির প্রতি আপনার সহানুভূতি জেগে উঠবে।

IMG20240904173235.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
আপনি কি কখনো ভেবেছেন, কেন এমন হয়? কারণ, পৃথিবীর প্রতিজন মানুষ একই মাতাপিতা তথা বাবা আদম ও হাওয়ার সন্তান। তাছাড়া সকলের হৃদয়েই আছে প্রেম, ভালোবাসা, একে অন্যের প্রতি সহানুভূতি, সমবেদনা। প্রত্যেকের হৃদয় সুখে-দুঃখে আলোড়িত হয়, অন্যের ব্যথায় ব্যাথিত হয় এবং তাকে সাহায্য করে মনে তৃপ্তি অনুভব করে। প্রকৃত মানুষ তো সে, যার মধ্যে রয়েছে প্রত্যেক মানুষের প্রতি ভালোবাসা, প্রেমময় আবেগ, যার প্রতিটি কাজ মানবসেবায় নিবেদিত। যার হৃদয়-মন মানুষের দুঃখ-বেদনায় অস্থির হয়ে ওঠে এবং দুঃখী ও পীড়িত মানুষদের সেবায় তাদের পাশে দাঁড়ানোই জীবনের প্রধান কর্তব্য মনে করে।

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।আগামী দিন আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।