রাতের এ শহরটা সত্যি খুবই চমৎকার। পর্ব-২
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
রাতের শহরের সৌন্দর্য দিনের শহরের থেকে অধিক বেশি সুন্দর, কেননা রাতের বেলায় শহরের বিভিন্ন জায়গায় নানান রঙের লাইট জালানো হয় যার কারণে দেখতে রঙিন লাগে। রাতের শহরে আপনি সুন্দর্য দেখতে পাবেন পাশাপাশি কিছু অমূল্য জিনিস বিনামূল্যে পেয়ে যাবেন, সেটা হলো একটা সুন্দর স্মৃতি। বেশ কিছু অনুভূতি যা আপনার স্মৃতির কোঠায় সংযোগ হবে। রাতের শহরের সুন্দর্য আমাদের প্রত্যেকেরই মনকে কেড়ে নেয়। গতকাল আমি বিশেষ কাজে বিকেলে বাসা থেকে বের হয়েছিলাম, কাজ সম্পন্ন করে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে যায়। এবং বেশ তাড়াহুড়ার কারণে আমি রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে পরিবেশের সুন্দর দৃশ্য দেখে আমার মন ভরে গেল। রিকশা ছুটছে তার আপন গতিতে, শীত লাগছে রুপা যদিও ঢাকা শহরে শীত এখনো ঠিকভাবে নামেনি।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমার রাতের বেলা ঘুরতে অনেক বেশি ভালো লাগে, তবে কি করে মধ্যরাতে আরও বেশি। কারণ ওই সময় না থাকে কোন যানজট না থাকে কোন হইচই না থাকে যানবাহনের কোন কোলাহল। আপনার এই অনুভূতিগুলোকে আপনি আপনার স্মৃতির পাতায় জড়িয়ে রাখতে চাইবেন। এমন হাজারো অনুভূতি রয়েছে যেগুলো আপনি আপনার স্মৃতির পাতায় রেখে দিয়েছেন। আরে স্মৃতিগুলো যখন আপনি দ্বিতীয়বারের মতো সেই কাঙ্ক্ষিত জায়গা গুলোতে উপস্থিত হবেন আপনার সেগুলো মনে পড়ে যাবে।