ক্রলি শপিং মলের রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ16 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

হাজির হয়ে গিয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।কয়েকদিন আগে ক্রলি শপিং মলে শপিংয়ের জন্য গিয়েছিলাম হাজবেন্ডের সাথে। সামনে ডিসেম্বর মাসে খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব। বড়দিন কে কেন্দ্র করে এখন সব জায়গাতেই চলছে লাইটিং সহ নানান ধরনের ডেকোরেশন। আর এই ডেকোরেশন শুরু হয় ক্রিস্টমাসের ২-৩ মাস আগে থেকেই।আর এই ডেকোরেশন গুলো বড় বড় শপিংমল গুলোতে বেশি দেখা যায়।তাই ক্রলি শপিং মলও এর ব্যতিক্রম নয়, খুবই চমৎকারভাবে সাজিয়েছে দেখলাম। আর এখন থেকে শুরু হয়ে গিয়েছে ক্রিস্টমাসের কেনাকাটা, বেশ ভালই ভিড় দেখলাম। যাইহোক এই ভিড়ের মাঝেও আমাদের দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, আর সেই সুবাদে নিয়ে নিলাম কিছু ফটোগ্রাফি।আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_1294.jpeg

গাড়িতে করে যখন শপিং মলের দিকে যাচ্ছিলাম।

IMG_1296.jpeg

IMG_1293.jpeg

শপিং মলের ভিতরে, কিছু ডেকোরেশন দেখতে পাচ্ছেন।

IMG_1297.jpeg

IMG_1298.jpeg

বাচ্চাদের বিনোদনের জন্য করেছে দেখুন।টেডি বিয়ার গুলোকে সান্তার সাজে সাজিয়ে রেখেছে।আর সেগুলো হাত পা নাড়িয়ে নাড়িয়ে গান করছে।এছাড়া ছোট ছোট ক্রিস্টমাস ট্রি লাইটিং করে রেখেছে, আর নিচে দেখে মনে হচ্ছে অনেক স্নো ফল হয়েছে। বাচ্চারা দেখলাম অনেক এনজয় করছে।

IMG_1292.jpeg

IMG_1295.jpeg

IMG_1291.jpeg

IMG_1290.jpeg

বড় একটি ক্রিসমাস ট্রি ও সজ্জিত করে রেখেছে।

IMG_1288.jpeg

IMG_1287.jpeg

IMG_1286.jpeg

IMG_1285.jpeg

IMG_1284.jpeg

IMG_1283.jpeg

ক্রিস্টমাস উপলক্ষে নানান রকমের ফুল ও ঘর সাজানোর নানান উপকরণও এখানে দেখতে পাচ্ছেন।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 15 days ago 

ক্রলি শপিং মলের চমৎকার কিছু ফটোগ্রাফি দেখলাম এই পোস্টের মাধ্যমে। ফটোগ্রাফি গুলো আসলেই দারুণভাবে ক্যাপচার করেছেন। ক্রিস্টমাস ডে উপলক্ষে শপিংমলের ডেকোরেশন চমৎকার ভাবে করেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

বড়দিনকে কেন্দ্র করে বড় বড় শপিংমল গুলো খুব সুন্দর ভাবেই সাজানো হয়।আমাদের দেশে ও দেখি এমনটা।আপনি ভাইয়ার সাথে কেনাকাটা করতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।আপনার শেয়ার করার মধ্যে দিয়ে সুন্দর কিছু দৃশ্য দেখে ভালো লাগলো।