ফেসবুকের “ছোট মাছ” পেজ থেকে অর্ডার করে পাঠিয়ে দিলাম কিছু মাছ ও মাংস বাংলাদেশে
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আজ আমি আসলেই অনেকটা খুশি, কারণ প্রবাসে থেকেও নিজের ফ্যামিলির কাছে নিজের পছন্দমত কিছু মাছ ও মাংস পাঠাতে পেরেছি।হ্যাঁ বন্ধুরা, ফেসবুকের "ছোট মাছ" পেজ থেকে এই আইটেমগুলোর অর্ডার দিয়েছিলাম।এটা ছিল আমার মাকে দেওয়া বড় একটি সারপ্রাইজ।আমি আগে থেকে বলিনি, শুধু আমার বোনকে বলে রেখেছিলাম একটি অর্ডার আসবে, টাকাটা ওর কাছে দিয়ে রেখেছিলাম।বাসায় আমার মা ও ভাই এই দুইজনই থাকে। আর প্রবলেম হচ্ছে আমার ভাই সহজে বাজারে যেতে চায় না। অনেক ঠেলাঠেলির পর সে বাজার করে আনে।তাই ভাবলাম সামনে রোজা আসছে এভাবে অর্ডার করে পাঠালে কেমন হয়।তাই ভাবার সাথে সাথেই কাজ।facebook থেকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ম্যাসেজ করে দিলাম।সেখান থেকে বিস্তারিত ভালোভাবে জেনে অর্ডারটি কনফার্ম করে দিলাম।
ফটো দুটি আমার ভাই আমাকে পাঠিয়েছে।
এখানে মাছ, মাংস সহ মোট ১০ রকমের আইটেম রয়েছে যা উপরের লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন।আরেকটি জিনিস দেখে খুবই ভালো লাগলো, সবকিছু একেবারে কেটে বেছে পরিষ্কার করে রাখা, যেমনটা আমাদের এখানে পাওয়া যায়।কষ্ট করে আর কাটাকাটির ঝামেলা নেই, সবকিছু বক্সে সুন্দর করে রেখে দিয়েছিল তারা।দেশি হাঁস, দেশি মুরগির সাথে খাসির মগজও দিয়েছে সেখানে।এখন অপেক্ষার পালা স্বাদ কেমন হবে? রান্না করার পরেই বোঝা যাবে। যদি ভালো হয় তাহলে আবারও তাদের কাছ থেকে এভাবে পাঠিয়ে দিব।অবশ্য মাছের দাম সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই। তারা যে কয় টাকা বলেছে আমি সেটাই তাদেরকে দিয়েছি। টোটাল 12 হাজার 200 টাকা নিয়েছে তারা আমার কাছ থেকে।যাইহোক টাকাটা বড় কথা নয়, আমি যে একটি সারপ্রাইজ দিতে পেরেছি এটি আমার কাছে অনেক বড়, সবাই যে খুশি হয়েছে তাতেই অনেক সন্তুষ্ট।
আর এই মুহূর্তে খুব বেশি বাবার কথা মনে পড়ছিল।আজ যদি বাবা বেঁচে থাকত তাহলে কতই না খুশি হত।আগে এই সুযোগ সুবিধা গুলো ছিল না।এখন ধীরে ধীরে উন্নত হচ্ছে আমাদের সমাজ।এবার গিয়ে দেখলাম অনলাইনের ব্যবসাটি বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বেশ ভালই লাগলো।যার যখন যা প্রয়োজন হচ্ছে সাথে সাথেই অনলাইনে অর্ডার করে দিচ্ছে, আর পেয়ে যাচ্ছে তার পরের দিন। এছাড়া নানান ধরনের ফাস্ট ফুড সহ বিভিন্ন খাবার গুলো অর্ডার করলে সাথে সাথেই চলে আসছে।অনেক উন্নত হয়েছে আমাদের বাংলাদেশ এখন।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
](https://steemitwallet.com/~witnesses





Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
খুবই প্রশংসনীয় একটি কাজ করেছেন আপু।আমার ভীষণ ভালো লাগলো বিষয়টি।বাবা বেঁচে নেই, মাকে সুন্দর একটি সারপ্রাইজ দিয়েছেন এটা খুবই আনন্দের। বাংলাদেশে এখন অনেক পেইজে এ ধরনের কেটে বেছে মাছ ও নানা রকমের মাংস বিক্রি করে,যা আমাদের জন্য আরামের বিষয়। মা খুশি হয়েছে এতে আল্লাহ ও খুশী।অনেক অভিনন্দন রইলো আপু আপনার জন্য।