তিতুমীরের বাঁশেরকেল্লা ক্যান্টিন আবারো চালু হলো।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
সরকারি তিতুমীর কলেজ ঢাকার মহাকালীত অবস্থিত। এটি ঢাকার উত্তর অঞ্চলের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র অনার্স চালু আছে। অনার্সের মোট স্টুডেন্ট সংখ্যা ৩০ হাজারেরও বেশি। এই কলেজের একটি ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনে ছাত্র-ছাত্রীদের জন্য রাখা হয় বিভিন্ন ধরনের খাবার।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকাকালীন ছাত্রলীগ এই ক্যান্টিন টি দখল করে রেখেছিল। তারা বাহিরের ব্যবসায়ীদের মাধ্যমে ক্যান্টিন পরিচালনা করতো। সৈরাচার সরকারের পতনের পর, তাদের বাহাদুরি আর টেকে নাই। যার ফলে ছাত্র-ছাত্রীদের এই ক্যান্টিন টি বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে কলেজ কর্তৃপক্ষের আলোচনার প্রেক্ষিতে আবারো চালু করা হয় এই ক্যান্টিন।
তবে এখন এই ক্যান্টিনের বিক্রেতা উক্ত কলেজের শিক্ষার্থীরা। ক্যান্টিনে রয়েছে সাত থেকে আর আটটি স্টল। যেখানে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী পড়াশোনা পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেয়েছে।
ক্যান্টিনের খাবারের দাম বাহিরের তুলনায় অনেক কম। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের জন্য বাহিরে খাওয়ার থেকে ক্যান্টিনে খাওয়াটা লাভজনক হয়ে দাঁড়িয়েছে। এখানে রয়েছে চা সিঙ্গারা সমোচা বার্গার ডিম খিচুড়ি ও মাংস খিচুড়ি।
(মাংস খিচুড়ি।)
(চা)
(ভর্তা খিচুড়ি)
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |