Diy|||এসো নিজে করি||| ক্লে দিয়ে পদ্নপাতায় ব্যাঙ তৈরি পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো সুন্দর একটি পদ্নপাতায় ব্যাঙ বানানো পদ্ধতি।
IMG_20241110_110201.jpg

IMG_20241110_105719.jpg

ক্লে দিয়ে সবাই সুন্দর সুন্দর ফুল,ওয়ালমেট ইত্যাদি বানিয়ে থাকে।আমার খুব ভালো লাগে সেগুলো দেখতে এবং তা থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি।আমিও ক্লে দিয়ে বানাতে পছন্দ করি। ক্লে দিয়ে কিছু বানানো সহজ মনে হয় কারণ যদি বানাতে কোন ভুল হয় তাহলে ভেঙ্গে পুনরায় বানানো যায়।

বেশ কিছু দিন থেকে ভাবছিলাম একটি ব্যাঙ বানানো পদ্নপাতায়।

নয় কাল কাল নয় পরসু করতে করতে বানানো হয়নি এতোদিন। আজকে বানাতে বসে পড়েছি।আসলে মনযোগ দিয়ে কিছু করলে খুব একটা সময় লাগে না।

ব্যাঙটি বানানোর পর খুব সুন্দর লাগছে দেখতে।
তো চলুন দেখা যাক ব্যাঙ বানানো পদ্ধতি কেমন ছিলো।

IMG_20241108_201808.png

কার্ডবোর্ড
ক্লে
জল রং

PhotoCollage_1731211552554.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কার্ডবোর্ড কেটে গোল করে নিয়েছি।

IMG_20241110_100736.jpg

দ্বিতীয় ধাপ

এখন কার্ডবোর্ড দি সাদা জলরং দিয়ে কালার করে নিয়েছি।

PhotoCollage_1731211760542.jpg

তৃতীয় ধাপ

এখন সবুজ কালারের ক্লে দিয়ে পাতা বানানোর জন্য গোল করে নিয়েছি ।

PhotoCollage_1731212577135.jpg

চতুর্থ ধাপ

এখন ক্লে টুলস্ দিয়ে পাতা যেমন হয় সেরকম করে কেটে নিয়েছি।

IMG_20241110_102457.jpg

IMG_20241110_102517.jpg

পঞ্চম ধাপ

এখন পাতা টি সাদা রং করা কার্ডবোর্ডে বসিয়েছি ও পাতার শিরা গুলো বানিয়েছি ক্লে টুলস দিয়ে। এখন পুরাপুরি ভাবে পাতা হয়ে গেছে পদ্মফুলের

PhotoCollage_1731213034213.jpg

ষষ্ঠ ধাপ

এখন ব্যাঙ বানানোর জন্য সবুজ কালারের ক্লে দিয়ে বডি বানিয়েছি ব্যাঙের ও পায়ের আঙ্গুল বানিয়েছি।

PhotoCollage_1731213122961.jpg

সপ্তম ধাপ

এখন আমি ব্যাঙের পা বানিয়ে লাগিয়ে নিয়েছি।

PhotoCollage_1731213314918.jpg

অষ্টম ধাপ

এখন সবুজ ক্লে, সাদা ক্লে ও কালো ক্লে দিয়ে ব্যাঙের চোখ বানিয়ে নিয়েছি ও লাগিয়ে দিয়েছি ব্যাঙের মাথায়।

PhotoCollage_1731213643571.jpg

নবম ধাপ

এখন একটি পদ্নফুল বানিয়েছি ও বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1731213753543.jpg

দশম ধাপ

সাদা জল রং করা কার্ডবোর্ড টি নীল জল রং দিয়ে কালার করেছি। নীল রং করার কারণে মনে হচ্ছে নীল জল।

InShot_20241110_111007963.jpg

InShot_20241110_111019036.jpg

একাদশ ধাপ

এখন একটি ব্যাঙ্গাচি বানিয়ে ব্যাঙের পাশে বসিয়ে দিয়েছি।

IMG_20241110_105417.jpg

IMG_20241110_105440.jpg

ফাইনাল লুক

IMG_20241110_105746.jpg

IMG_20241110_105719.jpg

IMG_20241110_105440.jpg

IMG_20241110_105707.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর ক্লে দিয়ে তৈরি খুব সুন্দর ব্যাঙ। ব্যাঙটি দেখে মনে হচ্ছে সত্যি কারের একটি ব্যাঙ পদ্নপাতায় বসে আছে।আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241108_234125.jpg

IMG_20241106_092248.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন। পদ্ম পাতার ওপর কিউট একটা ব্যাঙ তৈরি করেছেন। ভালো লাগলো আপনার পুরো ডাই প্রজেক্টে দেখে। ক্লে দিয়ে চেষ্টা করলে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আমার ডাই প্রজেক্টটি ভালো লেগেছে জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে কোন কিছু বানানোর এই এক সুবিধা। নষ্ট হয়ে গেলে ভেঙ্গে আবার নতুন করে বানানো যায়। অন্যান্য জিনিসের ক্ষেত্রে এই সুবিধাটি নেই। আপনার আজকের পদ্ম পাতার উপর ব্যাঙ তৈরি খুব সুন্দর হয়েছে। ব্যাঙটিকে দেখতে খুবই কিউট লাগছে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে পদ্নপাতায় ব্যাঙ তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এভাবে পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। পোস্ট তৈরি করে প্রত্যেকটা স্টেপ আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

ক্লে দিয়ে এরকম ডাইগুলো তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো আপনার তৈরি করার প্রসেস গুলি দেখেই মন মুগ্ধ হয়ে গেছে। কেননা আপনি খুবই সুন্দর করে পদ্ম পাতার উপর ব্যাঙের প্রতিচ্ছবি তৈরি করেছেন। ক্লে দিয়ে পদ্ম পাতার উপর ব্যাঙ তৈরি করার প্রসেসটি সহজ ভাষায় আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এসো নিজে করি ইভেন্টে কত সুন্দর করে একটা ব্যাঙ তৈরি করলে। পদ্ম পাতার নিচে সে বাবু আরাম করে বসে আছে। কেমন একটা রাজকীয় ব্যাপার। খুব সুন্দর ভাবে হাতের কাজটা সম্পন্ন করেছ বোন। বেশ অভিনব ভাবনায় রূপদান করেছ।

 last year 

হাহা সত্যি আরাম করে বসে থাকে কিন্তুু এভাবে আমি দেখেছি☺️।ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ক্লে দিয়ে কিছু বানাতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আর আপনি ধৈর্য ধরে অনেক সুন্দর করে পদ্ম পাতার উপর ব্যাঙ তৈরি করেছেন। দেশে বেশ ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাইয়া ক্লে দিয়ে আমার বানানো ব্যাঙটি আপনার ভালো লেগেছে জন্য।

 last year 

আসলে বর্তমান সময়ে ক্লে দিয়ে অনেক অনেক ধরনের জিনিস বানায়। আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকারভাবে পদ্নপাতায় ব্যাঙ তৈরি করেছেন। একসাথে পদ্ম পাতায় ব্যাঙ এবং ফুল দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে খেলে দিয়ে পদ্নপাতায় ব্যাঙ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এটা এককথায় দারুণ ছিল আপু। ক্লে দিয়ে পদ্ম পাতায় ব‍্যাঙ। বেশ ক্রিয়েটিভ ছিল। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন পোস্ট টা। এবং দারুণ তৈরি করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিলহ ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

হেব্বি হয়েছে ব্যাংটা। আর পাশের ছাতাটাও কিন্তু দারুণ। তবে তুমি একটা পদ্মপাতা ওর মাথায় দিয়ে দিতে পারতে৷ আরও কিউট হত। হে হে হে।

ব্যাঙের জন্য যে রঙের ক্লে ব্যবহার করেছ তা খুবই উজ্জ্বল। বেশ সুন্দর লাগছে দেখতে।

 last year 

হাহা সত্যি মাথায় একটি পাতা বানিয়ে দেয়া উচিত ছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।