মনোযোগ ধরে রাখা

ChatGPT Image Dec 11, 2025, 04_23_30 PM.png

Image Created by OpenAI

আজকাল সময় হচ্ছে ডিজিটাল সময়ের। এই সময়ে প্রত্যেক মানুষের জীবন যেনো ডিজিটাল এর মতো হয়ে গেছে অর্থাৎ রোবট এর মতো একপ্রকার বলা যায়। এই সময়ে প্রত্যেকের জীবনে যেকোনো বিষয়ে মনোযোগ ধরে রাখা খুবই মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকাল মানুষের কাজ কর্ম সবকিছুই সোশ্যাল মিডিয়ার মধ্যে। এখানে দাঁড়িয়ে সবকিছুতে মনোযোগ ধরে রাখা যেনো কোনো একটা যুদ্ধে জয় লাভের মতো। কারণ আমাদের জীবনটা বেশিরভাগই ফেসবুক এর মতো সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি কানেক্টেড। এইসব এর কারণে সবকিছুতেই মনোযোগ বিচ্ছিন্ন হওয়া বাধ্য।

আজকাল পড়াশুনা সবকিছুই যেনো এই ফোনের মধ্যে ঢুকে গেছে, আজকাল কেউ বইয়ের পাতা উল্টে বেশি দেখে না, যতোটা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে থাকে। কিন্তু এইসব এর আগে যারা সফল হয়েছে, তাদের বিষয়টা আলাদা। কারণ আপনি দেখবেন ১০০ জন যদি কোনো কাজে মনোযোগ দিতে যায়, সেখানে ১% সফলতা অর্জন করতে পারে। কারণ কোনো কিছুতে গভীর মনোযোগ এর মাধ্যমে কাজ শেষ করার ক্ষমতাই সবথেকে বড়ো শক্তি। তবে কোনো কাজে মনোযোগ দিয়ে কাজ করতে চাইলে আগে আমাদের সোশ্যাল মিডিয়ার থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যতোটুকু সময় সোশ্যাল মিডিয়ার বাইরে কাজ করছি, ততো সময়।