হঠাত বাইরে ডিনার -আমার দৈনন্দিন ০১
আমার দৈনন্দিন ০১
সন্ধ্যাবেলা হঠাৎ ল্যাপটপে বসে কাজ করছি, এমন সময় আপু আমার গিন্নি কে ফোন দিয়ে বলল "তোর ভাইয়া আজকে আমাদের বাইরে ডিনার করাবে, রেডি হ, রেডি হ!!"
আমরা তো শুনে খুশি হয়ে গেলাম। তখন বাজে সন্ধ্যা সাতটা, আপু জানালো আমরা রাত নয়টায় বের হব। কাজ শেষ করে সাড়ে আটটার দিকে উঠে রেডি হয়ে নিলাম দুজনে। তারপর বাসা থেকে নেমে ভাইয়াদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি ভাইয়া আপু ভাগ্নে-ভাগ্নিদের নিয়ে লিফট থেকে বের হলো। আসার পর ভাইয়াকে জিজ্ঞেস করলাম "ভাইয়া কোথায় নিয়ে যাবেন খেতে"। ভাইয়া জানাবো সুলতানস ডাইন।
তারপর দুইটি রিক্সা নিয়ে আমরা সোজা চলে গেলাম ঢাকা মিরপুর ১০ নম্বরের সুলতান ডাইনে। তখন বাজে রাত নয়টা ত্রিশ। একেবারে মনে হচ্ছে পিক আওয়ারে চলে এসেছি। এত ভিড়। এর মধ্যে ভাইয়া একটি টেবিল আমাদের জন্য নিল।
আমরা ফ্রেস হয়ে এসে ৬ জন টেবিলে বসে গেলাম। পুরা রেস্টুরেন্টে এত ভিড় যে ওরা কাস্টমারদের খাবার সার্ভ করে পারছিল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন এসে আমাদের অর্ডারটি নিয়ে গেল।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | মিরপুর, ঢাকা, বাংলাদেশ |
১০ মিনিট পর আমাদের খাবার চলে আসল। তখন আমরা একসাথে একটি সেলফি নিলাম। কাচ্চি মোটামুটি মজা ছিল। সবাই মজা করে খেলাম। তারপর খাওয়া শেষ করে সবাই বের হয়ে বাড়িতে চলে আসলাম। আসার পথে হালকা একটু কেনাকাটাও করেছিলাম।
সময়টি অনেক ভালো ছিলো।