মেয়েদের সাথে কিছু এক্টিভিটিস পর্ব: ১
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
বাচ্চাদের স্কুল হলিডে চলছে। সারাদিন ট্যাব, মোবাইল, টিভি নিয়ে ব্যস্ত থাকে।তাই এগুলো থেকে দূরে সরানোর জন্য মাঝে মাঝে একটু চেষ্টা করি।আজ ওদেরকে অনেকটা সময় দিয়েছি। তারা নিজের ইচ্ছা মত অনেক কিছু বানিয়েছে। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তবে সেগুলো দুটি পর্বে ভাগ করে নিয়েছি।বড় মেয়ে কালার ফুল কাগজ কেটে কিছু ফুল বানিয়েছে। আর ছোট মেয়ে প্লেডো দিয়ে বানিয়েছে ফুল।সবকিছু তারাই বানিয়েছে, তবে আমি মাঝে মাঝে তাদেরকে একটু উৎসাহ, আরেকটু হেল্প করেছি।আর তারা আমার সাথে কোন কিছু বানাতে খুবই এক্সাইটেড থাকে। কিন্তু সময়ের অভাবে বসা হয় না। তারপরও মাঝেমধ্যে তাদেরকে নিয়ে বসার চেষ্টা করি। যাইহোক আজকে আপনাদের শেয়ার করব বড় মেয়ের অ্যাক্টিভিটিস গুলো।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের এক্টিভিটিসগুলো করতে কি কি লেগেছে?
- কয়েকটি কালার পেপার
- গ্লু
- সিজার
নিম্নে কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
ফুলগুলো তৈরি করতে যা লেগেছে।
প্রথমেই লাল কাগজ এভাবে লম্বালম্বি ভাবে দুটি টুকরো কেটে নিয়েছে।
এরপর গ্লু দিয়ে টুকরো দুটি এভাবে প্যাঁচিয়ে নিয়েছে।
এরপর এক টুকরো সবুজ কাগজ এভাবে লম্বা করে কেটে ঝুড়িঝুড়ি করে কেটে নিয়েছে।
এরপর কাঁটা সবুজ কাগজের অংশটি লাল কাগজে চারিপাশে গ্লু এর সাহায্য প্যাঁচিয়ে নিয়েছে।
এরপর আঙ্গুলের সাহায্যে পাতাগুলো একটু সরিয়ে দিয়েছে।ব্যাস একটি কমপ্লিট হয়ে গেল।
মেয়ের তৈরি আরও দুটি ফুল।
এরপর ছোট্ট সবুজ ফুলটি লাল ফুলের মাঝখানে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছে।
অবশেষে একটি bouquet বানিয়ে ফেলেছে ফুলগুলো রাখার জন্য।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার বড় মেয়ের তৈরি একটিভিটিস গুলো। আগামী পর্বে ছোট মেয়ে তৈরি অ্যাক্টিভিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

বাচ্চারা বাসায় সারাদিন থাকা মানেই সারাদিন মোবাইল আর ট্যাব নিয়ে বসে থাকে। ভালো করেছেন আপু বাচ্চাদেরকে সময় দিয়ে। তারা কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করেছে। ফুলগুলো কিন্তু দেখতে খুবই কালারফুল এবং চমৎকার হয়েছে। সময় ও কেটেছে আবার অনেক কিছু শিখতেও পেরেছে। ভালো লাগলো দেখে।
@tipu curate
আপু মাঝেমধ্যে চেষ্টা করবেন তাদেরকে এরকমভাবে একটু সময় দেওয়ার জন্য। তাদেরকে এরকমভাবে সময় দিলে তারা এগুলোর প্রতি অনেক বেশি আগ্রহী হতে পারবে। মোবাইল, টিভি, ট্যাবের প্রতি খুব একটা আসক্ত হবে না তাহলে। আপনার বড় মেয়ের একটিভিটিস দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। সে সত্যি অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারি। আপনার ছোট মেয়ের অ্যাক্টিভিটিস গুলো এখন তাহলে দেখার জন্য অপেক্ষায় থাকলাম। অনেক সুন্দর করে এটা শেয়ার করেছেন।
আপনার মেয়েরা তো খুব সুন্দর ফুল তৈরি করেছে কাগজ দিয়ে। বেশ ভালো লাগলো তাদের কাজগুলো দেখে। লাল ফুল গুলো খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি করেছে। আপনার মেয়েদের এক্টিভিটিস গুলো দেখে বেশ ভালো লাগলো। দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
সত্যিই আপু আজকাল বাচ্চারা সব সময় যেন মোবাইল ল্যাপটপ ট্যাব এগুলো নিয়েই ব্যস্ত থাকে । বাচ্চাদের এভাবে সময় দিলে তারা আর এগুলোর প্রতি আসক্ত হবে না। আপু আপনার বড় মেয়ের অ্যাক্টিভিটিজ দেখে অনেক ভালো লাগলো। বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে অসাধারণ কিছু ফুল তৈরি করেছে।অনেক ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
মেয়েদেরকে ফোন ট্যাব থেকে দূরে রাখতে দারুন উদ্যোগ নিয়েছেন। তাদের কাজের দক্ষতা ও বাড়ছে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছে আর সেগুলো তুলে ধরেছেন, মেয়েদের এক্টিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বর্তমান সময়ে বাইরে গিয়ে খেলাধুলা করার মত মন মানসিকতা বাচ্চাদের মধ্যে খুব কমই থাকে। সব সময় ছুটি পেলেই হয়তো মোবাইল, টিভি বা ট্যাব নিয়ে বসে থাকে। আর এতে তাদের মানসিক বিপর্যয় ঘটে। তার পাশাপাশি চোখের সমস্যাও সৃষ্টি করে। তবে খুব ভালো লাগলো এটা দেখে যে আপনার বড় মেয়ে এবং ছোট মেয়ে দুজনে মিলে কিছু এক্টিভিটি করেছে। আসলে এগুলো করার মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং তারা কাজ করতে আগ্রহী হবে, আনন্দ পাবে। কোন কিছু শিখতে পারবে এটাই তো বড় কথা। খুব ভালো লাগলো আপু আপনার মেয়ের তৈরি করা এই ফুল গুলো দেখে, দারুণ হয়েছে কিন্তু।
আজকাল বাচ্চারা মোবাইল কিনবা ল্যাপটপের প্রতি অনেক আসক্ত হয়ে পরেছে। আর বাচ্চাদেরকে যদি এরকম হাতের কাজ শেখানো যায় তাহলে সত্যি অনেক ভালো হয় ব্যাপারটা। আপু আপনি সময় করে বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটিয়েছেন আর তারাও মনের আনন্দে খুব সুন্দর করে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করেছে দেখে ভালো লাগলো। মামণিদের জন্য শুভকামনা রইলো।
বাচ্চারা বাসায় থাকা মানেই সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা। তবে এর পাশাপাশি আমরা যদি তাদের একটু সময় দেই তাহলে কিন্তু তারা এই অভ্যাস গুলো থেকে বিরত থাকে। আপনি খুব ভালো কাজ করেছেন ছুটির দিনে মেয়ে দুটোকে এভাবে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে দিয়ে। এতে তারা যেমন আনন্দ পাবে তেমনি ছুটির সময়টাও খুব ভালো ভাবে কেটে যাবে। আপনার বড় মেয়ের এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। ফুলটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। এখন ছোট মেয়ের এক্টিভিটিস দেখার অপেক্ষায় রইলাম। আপু আপনার মেয়েদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল।
সারাদিন মোবাইল, ট্যাব এগুলোর সাথে সম্পৃক্ত থাকার চেয়ে ক্রিয়েটিভ কিছু করতে পারলে সবদিক দিয়েই ভালো হয়। যাইহোক আপনার বড় মেয়ের ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি আপু। কতো সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করেছে। দেখতে আসলেই দারুণ লাগছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।