"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭৯৪ [ তারিখ : ২২-১০-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


হিংসার আগুনে নিভে যায় মানবতা by @ripon40


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মোঃ রিপন মাহমুদ। স্টিমিট ইউজার আইডি @ripon40। জাতীয়তা- বাংলাদেশী। তিনি একজন বাঙালি আর বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি গর্ব বোধ করেন। স্টিমিটকে তিনি অনেক ভালোবাসেন। এছাড়াও ভালোবাসেন পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই অনেক পছন্দের। তিনি ঘুরতে অনেক ভালোবাসেন। তার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই আবার সেটা ভুলে যান এবং স্বাভাবিক হয়ে যান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-10-21 202425.png
Screenshot 2025-10-21 202612.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো.jpg

হিংসার আগুনে নিভে যায় মানবতা by @ripon40 ( ২১/১০/২০২৫ )

আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "হিংসার আগুনে নিভে যায় মানবতা" শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
মানবতা হলো মানুষের সেই স্বভাবগত গুণ, যা মানুষকে করুণা, সহানুভূতি, দয়া ও সদ্ভাবের পথে পরিচালিত করে। কিন্তু যখন মানুষের মনে হিংসার আগুন জ্বলে ওঠে, তখন এই মানবিক মূল্যবোধ ধীরে ধীরে লোপ পেতে থাকে। হিংসা শুধু শারীরিক আগ্রাসন নয়; এটি মানসিক ক্ষোভ, দোষারোপ ও প্রতিশোধের রূপ নিয়েও সমাজে আগুন ধরিয়ে দেয়। ফলে মানুষ মানবিকতা ভুলে গিয়ে পরিণত হয় নিষ্ঠুর ও নির্মম সত্তায়-----


বাস্তবতা আর শিক্ষা দুটোর মাঝেই আজকাল বিস্তর ফারাক দেখা যায়, কারণ আমরা বাস্তবতা হতে অনেক কিছু শেখার সুযোগ পাই কিন্তু বাস্তব জীবনে সেটা কখনো প্রয়োগ করতে পারি না। আমাদের চারপাশেও এমন অসংখ্য ঘটনা ঘটছে যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে নতুনভাবে কিছু শেখার সুযোগ তৈরী করে দেয়। যে উপলব্ধির মাধ্যমে আমরা সতর্ক হওয়ার সুযোগ পাই, ভুল কিছু হতে বিরত থাকার সুযোগ পাই, যাতে ভবিষ্যতে একই ধরনের ভুল আমরা না করি।

কিন্তু আদতে এসব দেখা কিংবা উপলব্ধি কোনটাই আমাদের একই ধরণের বিপদ হতে রক্ষা করতে পারে না। কারণ আমরা দেখছি কিন্তু শিখছি না, আমরা উপলব্ধি করতে পারছি কিন্তু সেটার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারছি না। এই কারণে আমাদের দেখা এবং শিক্ষাগুলো কোন কাজে আসছে না, একই সমস্যায় সবাই পড়ছি এবং নানা তিক্ততায় জর্জরিত হয়ে জীবনকে হতাশায় ডুবিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে যদি এগুলো হতে শিক্ষা নিয়ে সঠিক প্রয়োগ করতে পারতাম জীবনে, তাহলে বিব্রতকর পরিস্থিতি তৈরী হতো না।


ফটো.jpg

ফটো- @ripon40 ভাইয়ের পোষ্ট হতে নেয়া হয়েছে। Original Source


তেমন একটা মারাত্মক সমস্যার নাম হলো হিংসা, আমাদের কথায়, কাজে, চিন্তায় এবং ব্যবহারে সর্বত্র এর জয় জয়কার অবস্থা। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই কিন্তু সেখানে নৈতিকতা থাকছে না, সম্পর্ক তৈরী হচ্ছে ঠিকই কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না, সামাজি সহমর্মিতা কিংবা মানবিকতা আজ খুবই দুষ্প্রাপ্য হয়ে গেছে। সামাজিক অবক্ষয়ের অন্যতম এক হাতিয়ার হয়ে উঠেছে এই হিংসা, যার আগুনের অগ্নিশিখা আমাদের সর্বক্ষেত্রে ধ্বংস নিশ্চিত করছে। দারুণ ছিলো আজকের পোষ্টটি ripon40 ভাইয়ের। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 4 years.png

Banner PUSS0.png