"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮০৫ [ তারিখ : ০৪.১১.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
DIY পোস্ট - ❣️ " রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি "। ... @shimulakter (04.11.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
এই পোস্টটাতে রঙিন কাগজ দিয়ে হাতের তৈরি একটি সুন্দর ওয়ালমেট step by step দেখানো হয়েছে। অনেকেই ঘর সাজাতে পছন্দ করে এবং এই ধরনের সহজ DIY idea দেখে আগ্রহ পায়। এই পোস্টে উপকরণ, প্রতিটি ধাপ, এবং শেষ ফলাফল সব কিছু পরিষ্কারভাবে আছে, তাই কেউ চাইলে খুব সহজেই follow করে নিজেরাও বানাতে পারবে।
এই পোস্ট শুধু ছবি না — এখানে creativity, idea, inspiration এবং learning সবকিছু আছে। তাই users রা এই ধরনের handmade craft দেখে নতুন কিছু শিখতে পারে, নিজেরা try করতে পারে এবং ঘর সাজানোর জন্য সুন্দর ছোট ছোট জিনিস বানানোর motivation পায়।
সেই জন্যই আমি মনে করেছি এই পোস্টটি Featured দিলে অন্যরা দেখবে, উপকৃত হবে এবং এটি সবার জন্যই helpful হবে।
ছবিগুলো @shimulakter এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।





অনেকদিন পর ওয়ালমেট তৈরি করেছিলাম।কিছুটা সময় লেগেছিল।সময় লাগলেও তৈরি করে নেয়ার পর দারুন লাগছিল আমার ঘরের দেয়ালটাতে।আর আজ ফিচারড আর্টিকেল হওয়াতে আমার এই পোস্ট আরো অনেকবেশি ভালো লাগলো।অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে শিমুল আক্তার আপুর এত সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন। আর ঠিক তেমনিভাবে খুব সুন্দর করে তিনি এই ওয়ালমেট তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।