"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮২১ [ তারিখ : ২২.০৮.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ডাই পোস্টঃ পুরাতন পুথির ব্রেসলেট দিয়ে এক জোড়া কানের দুল তৈরি। ... @selina75 (22.11.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
এই পোস্টটি Featured করা হয়েছে কারণ লেখক অত্যন্ত সুন্দরভাবে পুরাতন ব্রেসলেটকে নতুন সৃজনশীল রূপে কানের দুলে পরিণত করেছেন। পরিবেশবান্ধব পুনর্ব্যবহারকে উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি ধাপে ধাপে ছবি সহ সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটি উপস্থাপন করেছেন, যা নতুনদের জন্যও খুব সহায়ক। দেশীয় হস্তশিল্প, সৃজনশীল কাজ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মিশেলে পোস্টটি একটি অনুপ্রেরণাদায়ক DIY উদাহরণ হয়ে উঠেছে। লেখকের আন্তরিক লেখনী, পরিষ্কার ব্যাখ্যা এবং চমৎকার উপস্থাপনব্যাপ্তি পোস্টটিকে আরও সমৃদ্ধ করেছে। এই কারণগুলো বিবেচনায় নিয়ে পোস্টটি Featured হিসেবে নির্বাচন করা হয়েছে।
ছবিগুলো @selina75 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।





ফিচার্ড আর্টিকেলে অসাধারণ একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সেলিনা আপুকে অভিনন্দন। অনেক দক্ষতার সাথে সুন্দর একটি ডাইপোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সেই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো।
অনেক আনন্দিত আমি,আমার পোস্টটি ফিচার্ড পোস্ট হিসাবে নির্বাচিত করায়। পুরাতন অনেক জিনিস আমরা ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তুলতে পারি। আর আমি তাই করার চেস্টা করেছি। আর দুলটি বানানোর পর বেশ ভালো লাগছিল।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করার জন্য।