"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৮০ [ তারিখ : ০৬.১০.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rayhan111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


পুরো নাম - মোঃ রায়হান রেজা।বাসস্থান - বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। জাতীয়তা - বাংলাদেশী। পেশা - একজন সহকারী মেডিকেল অফিসার। তিনি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান । শখের মধ্যে অন্যতম ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে উনি খুবই ভালোবাসেন।স্টিমিট প্লাটফর্ম এ যাত্রা শুরু করেছেন ২০১৯ সালের জানুয়ারী মাস এ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000001663.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000001661.jpg

শীতের রাতে খেজুরের রস চুরি করতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা ... @rayhan111 (06.10.2025 )

শীতের রাত। গ্রামের চারদিক কুয়াশায় ঢেকে গেছে। হিমেল হাওয়া গায়ে কাঁটা দিচ্ছে। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে চাঁদের মলিন আলো পড়ে গ্রামের পথটাকে এক অদ্ভুত নীরবতায় মুড়ে রেখেছে। .. .


এই লেখাটা পড়ে সত্যি বলতে প্রথমেই একটা কথাই মাথায় এসেছে এ যেনো একটা গ্রামের গল্প, কিন্তু তার ভেতরে পুরো একরাশ ভয় আর বাস্তবতার মিশেল।লেখাটা পড়তে পড়তে মনে হচ্ছিলো যেনো আমি নিজেই সেই গ্রামের মধ্যে আছি, কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছি, চারপাশ নিস্তব্ধ, আর বাঁশঝাড়ের ফাঁক দিয়ে মলিন চাঁদের আলো ঝরছে।লেখার শুরুতেই শীতের রাত, গ্রামের চারদিক কুয়াশায় ঢাকা এই লাইনটা পুরো পরিবেশটা তৈরি করে দেয়।তারপর যতো পড়লাম ততোই ভালোলাগা বাড়তে থাকে। বন্ধুরা খেজুরের রস চুরি করতে যাচ্ছে একটা সাধারণ ব্যাপার হয়তো।কিন্তু উনি যেভাবে লিখেছেন,তাতে মনে হচ্ছিলো যেনো নিজেই ওই জায়গায় আছি। আর সত্যিই যখন সেই আওয়াজটার কথা পড়লাম,তখন গল্পটা আরো বেশি ভালো লেগেছে।

সবচেয়ে বেশি ভালো লেগেছে উনার বর্ণনা দেওয়া। প্রতিটি শব্দে একটা ভয় জাগানো পরিবেশ।আর গল্পের শেষে উল্টো পায়ের ছাপ আর বাবার আত্মা এই ব্যাপারটা দারুণ ক্লাইম্যাক্স দিয়েছে।মূলত লেখাটি এমনভাবে লেখা হয়েছে যে মনে হয়,গল্পটা কোনো সিনেমা হলে বড় পর্দায় দেখা যাচ্ছে।এক কথায়,লেখাটা পড়লে মনে হয় এটা কেবল একটা গল্প না,একটা অনুভব।শীতের রাতের নীরব ভয়,বন্ধুত্ব আর কুয়াশার ভেতর লুকানো রহস্য।

1000001661.jpg


ছবিগুলো @rayhan111 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 3 months ago 

আমার পোস্ট ফিচারড আর্টিকেল দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমি অনেক আনন্দিত। এভাবে আমি নিয়মিত কাজ করে যাব ইনশাআল্লাহ।