"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৯৬ [ তারিখ : ২৪.১০.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shahid420
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করেন।বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করছেন। উনার সব চেয়ে বড় শখ উনি একজন উদ্যোক্তা হবেন। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
এখন আর স্বার্থহীন মানুষ খুঁজে পাওয়া যায় না। .. @shahid420 (24.10.2025 )
আজকে ফিচার্ড আর্টিকেল বাছাই করার সময় উনার এই লেখাটি বেশ দারুণ লেগেছে।উনি খুব সুন্দরভাবে আজকের সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।স্বার্থহীন মানুষ এখন কতোটা রেয়ার হয়ে গেছে সেটা উনি এমনভাবে ব্যাখ্যা করেছেন যে পড়তে পড়তেই মনে হয়েছে এটাই তো আমাদের চারপাশের সত্যি!প্রতিটি লাইনেই একটা গভীর চিন্তা আছে আর একটা বাস্তব উপলব্ধি আছে।সবচেয়ে ভালো লেগেছে যেভাবে উনি সম্পর্কের পরিবর্তনটা ব্যাখ্যা করেছেন।আগে যেখানে ভালোবাসা,শ্রদ্ধা আর মানবিকতা ছিলো ভিত্তি।এখন সেখানে এসেছে স্বার্থ আর সুবিধার হিসাব।এটা নিঃসন্দেহে ভাবার মতো বিষয়।উনি শুধু সমস্যার কথাই বলেননি শেষে একটা আশার দিকও দেখিয়েছেন যে পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা নিস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায়।এই দৃষ্টিভঙ্গিটাই লেখাটিকে আরও সুন্দর করে তুলেছে।
সব মিলিয়ে বলতে গেলে লেখাটি আজকের সমাজের প্রতি এক নিশব্দ প্রশ্ন।উনি সত্যিই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে মানবতার আলো এখনো নিভে যায়নি।শুধু আমাদের সেটা আবার জ্বালিয়ে তুলতে হবে। এমন বাস্তব আর চিন্তাশীল লেখা আরও পড়তে চাই।আশা করি উনি আমাদের সাথে এ ধরণের লেখা আরো শেয়ার করবেন।
ছবিগুলো @shahid420 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।




