"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮০৪[ তারিখ : ০২.১১.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মনিরা মুন্নী। স্টিমিট আইডি @monira999 । উনি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। গল্প লিখতে উনার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতেও ভালোবাসেন। অবসর সময়ে বাগান করতে পছন্দ করেন। পাখি পালন করা উনার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে উনি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000001909.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000001910.jpg

জেনারেল রাইটিং-আহারে জীবন ... @monira999 (02.11.2025 )

আমাদের জীবন সত্যিই অনেক বেশি ক্ষণস্থায়ী আর অনেক বেশি অনিশ্চিত। জীবনের এই সমীকরণটা কখনো হয়তো মেলানো যায় না। এই তো কয়েকদিন আগের কথা লোকটির সাথে আমার দেখা হলো। উনার ছেলেদেরকে নিয়ে অনেক কথা হলো। .. .


উনার এই লেখাটি একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি অনুভূতির । জীবনের ক্ষণস্থায়িত্ব আর অনিশ্চয়তাকে উনি খুব সহজ ভাষায় তুলে ধরেছেন। পুরো লেখার মধ্যে একটা গভীর ব্যাপার আছে যা আমাদের মনে অজান্তেই দাগ কাটে। কারও প্রিয় মানুষকে হারানোর কষ্ট আর সেই শূন্যতার যন্ত্রণা সবটাই উনার লেখায় স্পষ্টভাবে অনুভূত হয়।

উনি গল্প বলার ভঙ্গিতে বিষয়টা এমনভাবে তুলে ধরেছেন যেনো আমরা নিজেই সেই ঘটনাটির অংশ হয়ে যাই। উনার এই লেখার শুরু থেকে শেষ পর্যন্ত একটানা পড়তেই যেনো ভালোলেগেছে। মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র,বাবা মায়ের ত্যাগ আর সন্তানের স্বপ্ন সবকিছু মিলিয়ে লেখাটি খুব বাস্তবধর্মী আর হৃদয়স্পর্শী।উনার লেখার সবচেয়ে ভালো দিক হলো এর সরলতা।কোনো বাড়িয়ে লেখা নেই, জটিল শব্দের ব্যবহার ও নেই। তাও প্রতিটি লাইন অনুভূতিতে ভরা। বিশেষ করে বাবা নামক ছায়ার অনুপস্থিতি যে কতোটা কঠিন সেটি উনি অত্যন্ত আন্তরিকভাবে প্রকাশ করতে পেরেছেন।আমাদের জীবনের যে অসম্পূর্ণতা আর অনিশ্চয়তার কথা গভীরভাবে উনি বলেছেন তা সত্যি। আর জীবন সত্যিই অনেক অমূল্য আর ক্ষণিকের!

1000001910.jpg


ছবিগুলো @monira999 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো। জীবন সত্যি ক্ষণস্থায়ী। কখন কি হয়ে যাবে কেউ জানিনা।

 2 months ago 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। মনিরা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো।সত্যিই মানুষের জীবন ক্ষণস্থায়ী কে কখন কিভাবে কোন অবস্থায় থাকবে আমরা কেউ বলতে পারি না।