শরীরচর্চার এক অনুপ্রেরণামূলক মুহূর্ত
শরীর চর্চা আমাদের মানব জীবনের জন্য অপরিহার্য। শরীর চর্চা মানে শুধু শক্তি প্রদর্শন করা, তা কিন্তু নয়। এটাও অন্যান্য শিল্পের মতো একধরণের শিল্প। এটা অনেক একাগ্রতা এবং অধ্যাবশায়ের ফল। শরীর চর্চা করতে গেলেও মানসিকতা একদিকে না রাখলে, শুধু ওয়ার্কআউট করলে শরীরের উপর তেমন প্রভাব বিস্তার হয় না। এই যেমন বলি- জিমে গেলে অনেকেই হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করে থাকে। কিন্তু আসলে এতে কিন্তু তেমন কিছু হয় না। মাশেল যদি ঠিকঠাক কন্ট্রাক্ট না করতে পারা যায়, তাহলে কোনো কিছু গেইন হয় না। ফলে হেভি ওয়েট ছাড়াও কিন্তু কম ওয়েট দিয়ে করলেও শরীর ঠিকঠাক গড়ে যায়। যাইহোক, এখানে কিন্তু সবাই প্রতিযোগী হিসেবে মঞ্চে উঠেছে। এরা আজকে সবাই অনেকদিনের কঠোর পরিশ্রম এবং অধ্যাবশায়ের ফলে এই জায়গায় পৌঁছেছে।
এখানে ব্যায়াম এর ক্ষেত্রে কম বেশি লোক দুই পদ্ধতিতে মাশেল গেইন করে থাকে অর্থাৎ কেউ প্রাকৃতিক ভাবে করে থাকে আবার কেউ মেডিসিন বা সাপ্লিমেন্ট এইসব এর মাধ্যমে করে থাকে। এখানে প্রতিযোগিতা উভয় পদ্ধতিতে হয়েছিলো। এখানে মঞ্চে যাদের দেখতে পাচ্ছেন, কেউ প্রাকৃতিক ভাবে হয়নি। তবে এদের শরীর এই পর্যায়ে আনতে অনেক বছর লেগেছে। এরা প্রতিযোগিতা করতে আসলেও এদের মাশেল যেনো তাদের কঠোর পরিশ্রম এর গল্প বলছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাস, বিচারকদের মনোযোগ ইত্যাদি। সবমিলিয়ে যেনো মুহূর্তগুলো সত্যিই অনুপ্রেরনামূলক ছিল।

