এবিবি ফান প্রশ্ন- ৪৬৭ | কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

এই বিষয়ে আমারও খুব একটা বেশি ধারণা নেই। তাই তো এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখি, আপনাদের কি মনে হয়..!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?

ভাই অপরিষ্কার কাপড় দিয়ে মনে হয় শুধুমাত্র আমরাই কিছু পরিষ্কার করি। কারণ এটা আমাদের মনের মধ্যে একেবারে গেঁথে গিয়েছে। আর সাউথ কোরিয়াতে থাকতে কোরিয়ানদের দেখতাম, একেবারে পরিষ্কার কাপড় দিয়ে যেকোনো কিছু পরিষ্কার করতে। আর পরিষ্কার কাপড় দিয়ে কিছু পরিষ্কার করতে দেখলে, আমার ইচ্ছে করতো অপরিষ্কার কাপড় দিয়ে, পরিষ্কার কাপড়টা আমি বাসায় নিয়ে যাই😂😂। আফটার অল বাঙ্গালি বলে কথা 🤣🤣।

 last year 

জি ভাই বাঙালি সবকিছু করতে পারে।

 last year 

কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?

ভাই এটা হচ্ছে বাঙালির বুদ্ধি😄😁। বাঙালি কোন কাজে টাকা খরচ করতে চাই না😀। সাধারণত আমরা কখনো ভালো গামছা বা, নতুন কাপড় দিয়ে কিছু পরিষ্কার করি না। কারণ নতুন কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড় পুরাতন বা, নষ্ট হয়ে যাবে। এতে করে আবার নতুন গামছা বা, কাপড় কিনতে হবে। বাঙালি এমনভাবে কাজ করে সাপ মরবে তবে লাঠি ভাঙবে না ঠিক তেমনি কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় ব্যবহার করে নতুন কাপড় ব্যবহার করে না। বাঙালি তেল দিবে অল্প তবে ভাজি করবে মচমচে সময় বেশি লাগলেও।

 last year 

আমরা বাঙালি বুদ্ধি তো থাকবেই 🤣।

 last year 

ভাইয়া আপনি ঠিক বলেছেন।

 last year 

বাঙালি বলে কথা!

 last year 

হ্যাঁ একদম ঠিক বলেছেন বাঙালি কোন কাজেই টাকা খরচ করতে চায়না। চমৎকার যুক্তি দিয়েছেন ভাই।

 last year 

কিছু পরিষ্কার করতে গেলে অপরিষ্কার কাপড় কেন ব্যবহার করি?

কথায় আছে অপচয়কারী শয়তানের খালাতো ভাই😁। আর আমরা অপচয় করা বেশি পছন্দ করি না, তাই তো পুরনো জিনিসকে মাঝে মাঝে এভাবেই কাজে লাগাই😅😂। যেমনটা পুরনো জামা কাপড় মুছামুচির কাজে ব্যবহার করি 🤣🤣।

 last year 

সারা বছর শুনে আসলাম অপচয়কারী শয়তানের ভাই। এখন কিভাবে খালাতো ভাই হয়ে গেল। তবে সুন্দর যুক্তি দিয়েছেন ভাই।

 last year 

কেন যে চাচাতো ভাই হলো না সেটাই ভাবছি ভাইয়াm তবে যাই হোক কথাটা কিন্তু মন্দ বলেন নাই।

 last year 

জি ভাই কোনভাবে অপচয় করা যাবে না।

 last year 

কারণ, পরিষ্কার কাপড় দিয়ে মুছলে সেগুলোও তো নোংরা হবে! তার চেয়ে অপরিষ্কার কাপড় ব্যবহার করে নিজেকেই হিরো ভাবা যায়—“নোংরা সরাসরি নোংরায়, নতুন কিছু নষ্ট নয়!” ব্যস, পরিবেশবান্ধব চিন্তা আর অলসতার জয়! 😄

 last year 

আপনার যুক্তি বেশ দারুন।

 last year 

অপরিস্কার জিনিস অপরিস্কার কাপড় দিয়ে নয়, সাধারনত অব্যবহৃত কাপড় দিয়ে পরিস্কার করা হয়। যাতে পৃথিবীতে পুরাতন কাপড় জমে আবর্জনার সৃস্টি হতে না পারে।।

 last year 

মনের কথা বলছেন আপু।

 last year 

তবে ছোট কাল থেকে দেখি সবাই পরিষ্কার করতে অপরিষ্কার কাপড় ব্যবহার করে। তবে আমার মতে কিছু পরিষ্কার করতে গেলে ভাল কাপড় নষ্ট হয়ে যাবে। তাই অপরিষ্কার জিনিস দিয়ে পরিষ্কার করতে গিয়ে ওই জিনিসটিও নোংরা করে ফেলে। তবে এইখানে চিন্তাভাবনার মধ্যে পার্থক্য আছে।

 last year 

অপরিষ্কার কাপড় ব্যবহার করা হয় না পুরনো ফেলে দেওয়া কাপড় ব্যবহার করি৷ কারণ আমরা ম্যাক্সিমাম ইউজ অফ মিনিমাম সোর্স করে থাকি।

তবে যারা অপরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে তারা আসলেই অপরিষ্কার৷ ওটা পরিষ্কার করা হয় না পরিষ্কার করছে তা দেখানো হয়। 😜😜

 last year 

আপু আপনি তো অসাধারণ যুক্তি দিয়েছেন। আপনার যুক্তি সত্যিই চমৎকার ছিল।

 last year 

সেটা ঠিক ই বলেছেন। আমরা একটা জিনিসের ৩০০% ইউটিলিটি বের করে তারপরেই ছাড়ি। 😄

 last year 

হা হা হা৷ ওটাই তো৷ আমাদের কাছে কিছুই ফেলনা নয়।

 last year 

আপু সবাই দেখাতে চায় কেউ বাস্তবে শতভাগ কাজ করতে চাই না।

 last year 

এটা একটা মানসিক ব্যাপার মাত্র।
কোন কিছু পরিষ্কার করলে সেটা ময়লা হবে, তাই আমরা ময়লা কাপড় দিয়েই পরিষ্কার করে থাকি। কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে যদি তা পরিষ্কার করা যায় তাহলে খুব ভালো পরিষ্কার এটা মাথায় থাকে না।

 last year 

এটা ঠিক কথা বললেন।

 last year 

এই কথাও ঠিক।

 last year 

আপনার যুক্তি ভালই লাগলো।

 last year 

জি ভাই, আপনি ঠিক বলেছেন এইটা সম্পূর্ণ মানসিক ব্যাপার।

 last year 

এটা সবসময় সব ক্ষেএে ঠিক প্রযোজ‍্য না। আপনি যখন কম দামি বা কম গুরুত্বপূর্ণ কিছু পরিষ্কার করবেন তখন একট অপরিষ্কার ফেলে দেওয়া জিনিসই ব‍্যবহার করবেন। কিন্তু আপনি যখন অনেক দামি গুরুত্বপূর্ণ এবং পছন্দের কিছু পরিষ্কার করবেন তখন ব‍্যবহার করবেন পরিষ্কার কোন কাপড়। এটা একেবারে বাস্তব মিলিয়ে নিয়েন। স্থানভেদে শুধু ভিন্নতা টা তৈরি হয়।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!