বিজ্ঞানের জয়যাত্রা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিজ্ঞানের জয়যাত্রা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
বিজ্ঞানের জয়যাত্রা এখন সব দিকে। অর্থাৎ বিজ্ঞান যে আমাদের কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে তা আমরা সবসময় বুঝতে পারছি। আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস কিন্তু এই বিজ্ঞানের অবদান। অর্থাৎ আমরা যদি বিজ্ঞানের এই অবদান গুলো গ্রহণ করতে না পারি এবং এখনো যদি সেই বিজ্ঞানের আবিষ্কার গুলো আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা সব সময় পিছন দিকে পড়ে থাকবো। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যে মানুষগুলো বিজ্ঞানের দিক থেকে যত বেশি এগিয়ে সেই মানুষগুলো কিন্তু তত বেশি সামনের দিকে এগিয়ে রয়েছে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে এই বিজ্ঞানের জিনিসপত্র দিয়ে অনেক বেশি উন্নত করে ফেলেছে।
আসলে আমরা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস যেহেতু বিজ্ঞানের তৈরি জিনিস ব্যবহার করে তাই আমরা অনেকটা এই বিজ্ঞানের উপর নির্ভরশীল হয়ে গেছি। অর্থাৎ আমরা এখন বিজ্ঞানের এই আবিষ্কৃত জিনিস ছাড়া আর কোন কিছু বুঝতে পারি না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে এখন বিজ্ঞান যেহেতু আমাদের জীবনটাকে অনেকটা বেশি সহজ করে ফেলেছে এজন্য আমরা আগের মত আর কোন বেশি কঠোর পরিশ্রম করতে হচ্ছে না। আসলে আগে যে কাজটি একজন মানুষের অনেক সময় ধরে করতো সেই কাজটি কিন্তু এখন খুব দ্রুত সেই মানুষটি সমাধান করতে পারছে এই বিজ্ঞানের বিভিন্ন ধরনের আধুনিক আবিষ্কারের ফলে। এছাড়াও মানুষের কাজের দক্ষতার বৃদ্ধি পেয়েছে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিজ্ঞানের জয়যাত্রা ছাড়া আমরা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে প্রত্যেকটা দেশে অবশ্যই বিজ্ঞান চর্চা করতে হবে। কেননা আমাদের দেশের লোকেরা যদি এই বিজ্ঞান চর্চা না করে শুধুমাত্র অন্যান্য মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে কিন্তু তারা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে। এখন আমরা মনে করি যে বিভিন্ন ধরনের উন্নত দেশ অপেক্ষা আমরা অনেকদিন পিছিয়ে রয়েছি। অর্থাৎ তারা বিজ্ঞানের ক্ষেত্রে যেহেতু অনেকটা এগিয়ে গেছে তাই আমরাও সেই ভাবে এগিয়ে যাওয়ার জন্য তেমন একটা চেষ্টা করছি না।
আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দেশ কি কখনো এই বিজ্ঞানসম্মত দেশ হিসেবে অন্য দেশের কাছে কখনো পরিচিতি লাভ করাতে পারবো না এবং বিজ্ঞানের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে আমরা সবসময় বঞ্চিত হয়ে যাব। তাইতো আমরা নিজেদের দেশে বিজ্ঞানের চর্চার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বিজ্ঞানের সুফল সম্পর্কে সবাইকে ধারণা দিতে হবে। কেননা আমরা যদি এভাবে মানুষকে ধারণা না দিতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলোর মধ্যে বিজ্ঞানের ভালো দিকটা কখনো আমরা ফুটিয়ে তুলতে পারবো না। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বিজ্ঞানের ক্ষেত্রে যে যত বেশি এগিয়ে থাকবে সে তত বেশি সামনের দিকে এগিয়ে থাকবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
