না জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সিদ্ধান্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


directory-3199323_1280.jpg



লিংক


আমাদের এই জীবনে কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সর্বপ্রথম সেই জিনিসটা সম্পর্কে আমাদের অবগত হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা আমরা যদি না জেনে কোন ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলি এতে করে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে আমাদের কোন সিদ্ধান্তে একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং একই সাথে আমাদের জীবন থেকে সেই মূল্যবান সময়টা নষ্ট হয়ে যেতে পারে। কেননা আপনি যদি কোন ধরনের ভুল কাজ করেন এতে করে কিন্তু সেই ভুল কাজের পেছনে আপনার প্রচুর মূল্যবান সময়টা দিন দিন নষ্ট হয়ে যাবে। আর এর ফলে আপনি এই সময় আর কখনো ফিরে পাবেন না।


একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে আপনারা জীবনে যদি কোন ধরনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি চিন্তা ভাবনা করা প্রয়োজন। কেননা আপনি যদি চিন্তা ভাবনা করার পিছনে অল্প সময় নষ্ট করেন তাহলে কিন্তু সামনে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। অর্থাৎ আপনি যদি দ্রুত কোন একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যান তাহলে কিন্তু অনেক সময় সেই সিদ্ধান্তটা ভুল হতে পারে এবং সেই সিদ্ধান্তের পেছনে আপনি যে অনেক সময় নষ্ট করবেন তা কিন্তু আপনার জীবনে আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবনার চিন্তা করব এবং মাথা ঠান্ডা রেখে সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব।


এই পৃথিবীতে অনেক মেধাবী ব্যক্তিটা রয়েছে যারা কিনা শুধুমাত্র তাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য তারা জীবনে ভালো কিছু কখনো করতে পারেনি। আসলে আমরা আমাদের ছাত্র জীবনে অনেক ছাত্রদের দেখেছি যারা কিনা ক্লাসে সর্বপ্রথম ছিল এবং জীবনে তাদের ছোট ছোট ভুল সিদ্ধান্তের কারণে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। অর্থাৎ সেই পিছনের দিকে বসা ছাত্রটা আজ সামনের দিকে এগিয়ে গেছে একটা ভালো সিদ্ধান্তের জন্য। এজন্য জীবনে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাদের জীবনে অবশ্যই উন্নতি হবে এবং যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা তারা জীবনে কখনো কোন ভাবে কোন উন্নতি করতে পারবে না। এজন্য সবাইকে সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করতে হবে।


এভাবে যদি আমরা সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি অর্থাৎ আপনি যদি আপনার জীবনে কোন ধরনের সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার আশেপাশের বিভিন্ন জ্ঞানী মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এতে করে আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি অনেক বেশি শক্তিশালী হতে পারবেন। অর্থাৎ সেই মানুষগুলোর জ্ঞান অনেক বেশি আপনার থেকে এবং তারা আপনাকে অবশ্যই বলবে যে এই সিদ্ধান্তে কোন ভুল অথবা কোন সঠিক বিষয়বস্তু আছে কিনা। এজন্য আমরা যদি শুধুমাত্র বোকার মত নিজেরা নিজেদের মনের কথা মেনে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে কিন্তু এতে বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাইতো সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়া অবশ্যই দরকার।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।