ঝগড়া বিবাদ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ঝগড়া বিবাদ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


anger-7184709_1280.png



লিংক


আসলে যারা ঝগড়া বিবাদ করে বিভিন্ন জিনিস নিয়ে জয়ী হতে চায় তারা কিন্তু জীবনেও বুদ্ধিমান হতে পারেনা। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি ঝগড়া-বিবাদ কিন্তু কোন কিছুর সমাধান নয়। অর্থাৎ আমরা একটা মানুষের সঙ্গে যদি ঝগড়া বিবাদ করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে চেষ্টা করি তাহলে সেই সমস্যা কমে যাওয়ার বদলে বরং আরো বাড়তে থাকে। আসলে এই পৃথিবীতে আমরা মানুষেরা সবাই একে অন্যের সহযোগিতা ছাড়া কখনো বেঁচে থাকতে পারিনা। কিন্তু কিছু কিছু মানুষ এই জিনিসগুলো সব সময় অস্বীকার করে যায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যদি সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করতে পারি তাহলে কোন ধরনের সমস্যা আমাদের জীবনে হবে না।


আর আমরা যদি সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষগুলো কখনো আমাদের সাহায্য করবে না এবং ভবিষ্যতে যদি কোন আমরা বিপদে পড়ি তাহলে কিন্তু তারা আমাদের কখনো সাহায্য করতে এগিয়ে আসবে না। কিছু কিছু মূর্খ ধরনের মানুষ সব সময় মনে করে তারা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অন্যের কোন সাহায্যের প্রয়োজন নেই। আর এজন্য তারা অন্য কারো সাথে ঝগড়া-বিবাদ করলেও তারা কিন্তু সেই ঝগড়া বিবাদে মীমাংসা কখনো করতে যায় না। আসলে এই মানুষগুলো কিন্তু দিনশেষে সবথেকে বেশি বোকা প্রকৃতির হয়ে থাকে এবং সবাই তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে।


কিন্তু আমরা যদি মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি তাহলে কিন্তু আমরাও একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারব। একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করে দেখেছেন যে যেসব জায়গাতে ঝগড়া বিবাদ সব থেকে বেশি হয় সেই সব জায়গাতে কখনো সুখ-শান্তি থাকতে পারে না। অর্থাৎ পরিবারের মধ্যেও কিন্তু বিভিন্ন কারণে ঝগড়া-বিবাদ লেগে থাকে। আর আপনি যদি বাইরে থেকে সেই পরিবারগুলোকে লক্ষ্য করে দেখেন যে সেখানে কিন্তু কোন রকম শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। এজন্য একটা বিষয় সম্পর্কে আপনার সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি মানুষের সঙ্গে যতদিন ভালো সম্পর্কে নিয়ে চলাচল করার চেষ্টা করবেন ততদিন কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে।


তাইতো কোন কিছুর সমাধান করতে হলে সর্বপ্রথম আমরা কখনো ঝগড়া-বিবাদ না করে বরং ঠান্ডা মাথায় সেই জিনিসটা চিন্তাভাবনা করার চেষ্টা করব। কেননা ঠান্ডা মাথায় যদি আমরা কোন জিনিসের চিন্তা ভাবনা করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসের সমাধান আমরা খুব দ্রুত করতে পারবো। এজন্য আমাদের সবার উচিত সবসময় মিলেমিশে একসঙ্গে বসবাস করার এবং কখনো যদি কেউ কোন কারণে ঝগড়া-বিবাদ এর সৃষ্টি করে তাহলে আমাদের তৎক্ষণাৎ সেই জায়গা থেকে চলে আসতে হবে। কেননা ঝগড়া বিবাদ এর মাধ্যমে এই পৃথিবীতে কোন ধরনের সমস্যার সমাধান মোটেও হয় না। এজন্য আমরা সব সময় ভালোভাবে চলাচল করার চেষ্টা করব এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার জন্য সবাই একসাথে এগিয়ে আসবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।