প্রথমে কষ্ট তারপর সুখ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রথমে কষ্ট তারপর সুখ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-8301168_1280.webp



লিংক

যারা প্রথম জীবনটাকে অনেক উপভোগ করার চেষ্টা করে তারা কিন্তু পরবর্তীতে কখনো সুখ দেখতে পায় না। অর্থাৎ প্রথম জীবনে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং পরবর্তী জীবনের আমরা এই পরিশ্রম করার ফলে কিন্তু অবশ্যই সুখ শান্তি উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা কষ্ট করতে পারে এবং কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে তারাই কিন্তু একমাত্র জীবনে সুখী হতে পারে। আসলে জীবনে সুখী হতে গেলে যে মানুষকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এমন কোন কথা নেই। যদিও বেশি পরিশ্রম করলে হয়তোবা একটা ভালো জায়গায় পৌঁছানো যায় তবুও আমাদের সর্বনিম্ন এই জীবনে ভালো থাকার জন্য কিছু না কিছু পরিশ্রম অবশ্যই করতে হয়।


আসলে এই পৃথিবীতে যে মানুষগুলো জীবনের ছোট থেকে পরিশ্রম করতে না শেখে তারা কিন্তু কখনো জীবনে বড় হয়ে পরিশ্রম করতে সবসময় ভয় পায়। আসলে একটা জিনিস আমরা সব সময় মনে রাখব যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন সবকিছু কিন্তু আমরা পরিশ্রমের দ্বারা পেতে পারি। আসলে পরিশ্রম করলে এই পৃথিবীতে যে কোন কিছু অবশ্যই সম্ভব হবে। যদিও পরিশ্রমের সাথে অবশ্যই বুদ্ধির প্রয়োজন হয়। যে মানুষগুলো প্রথম জীবনে একটু বেশি কষ্ট অনুভব করে জীবনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং একসময় তাদের জীবন থেকে এই কষ্টটা চিরদিনের জন্য দূর হয়ে যেতে পারে।


আসলে আমরা মানুষ হিসেবে বেশি একটা কষ্ট কখনোই করতে যাই না। অর্থাৎ মানুষ অনেকটা সুখ বিলাসী হয়ে থাকে। আসলে এই সুখ বিলাসী মানুষগুলো কিন্তু পরবর্তীতে কখনো জীবনে সুখী হতে পারে না। কেননা জীবনের প্রথমে যেহেতু তারা অনেক বেশি সুখ শান্তি উপভোগ করেছে এবং নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য কোন কিছু কখনো করেনি। আসলে শুধুমাত্র বর্তমান সময়ের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করা উচিত। কেননা আমরা ভবিষ্যতের জন্য যদি কোন কিছু না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে এবং ভবিষ্যতের সময়টাকে আমরা কখনো সঠিকভাবে কাজে লাগাতে পারবো না। আসলে এজন্য সবাইকে শুরু থেকেই কষ্ট করতে হয়।


এভাবে আমরা সবাই মিলে যদি প্রথম জীবনটাতে পরিশ্রমের মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো এবং পরবর্তীতে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একটা জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একমাত্র তারাই সুখী ব্যক্তি যারা কিনা কষ্টকে কখনো কষ্ট বলে মনে করে না। অর্থাৎ তাদের সামনে আপনি যত কষ্টের কাজ দিয়ে থাকুন না কেন তারা কিন্তু সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করবে এবং এইভাবে কাজ করতে করতে তারা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারে। আসলে জীবনে যদি একবার ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায় তাহলে আর কখনো চিন্তা থাকে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Great information of clear and best mindset. If you are willing to invest in crypto to through learn and then invest . I will guide you in the right way. Follow up and grow together and let's rock the world