মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


protection-5080948_1280.jpg



লিংক


আসলে যে মা-বাবা আমাদের জন্ম দিয়েছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আসলে মা-বাবার প্রতি যারা দায়িত্ব কর্তব্য পালন করে এবং মা-বাবার যত্ন নেওয়ার চেষ্টা করে তারা সব থেকে শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীতে। কেননা যে মা-বাবা আমাদের জন্য এত কিছু করেছে আমাদের ছোটবেলায় সেই মা-বাবাকে যদি আমরা বড় হয়ে অবহেলা করি তাহলে কিন্তু আমরা হব পশুর সমান। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যতদিন বেঁচে থাকব এবং মা-বাবা যতদিন আমাদের জীবনে থাকবে ততদিন মা-বাবাদের যাতে কোন কষ্ট না হয় এজন্য আমরা সব সময় তাদের প্রতি আলাদা দৃষ্টি রাখব এবং কোন কিছুর দরকার হলে সেইগুলো পূরণ করার চেষ্টা করব।


কেননা মা বাবা তাদের সকল শখ আহ্লাদ অপূরণ রেখে আমাদের নিজেদের শখ আহ্লাদ গুলো পূরণ করেছে ছোটবেলায়। আর আমাদের একটু মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য তারা কিন্তু দিনরাত কঠোর পরিশ্রম করেছে যাতে করে আমাদের জীবনে কোন ধরনের কোন অভাব না হয়। এছাড়াও তোরা সব সময় চেষ্টা করেছে আমরা যেন একটা ভালো কোন জায়গায় পড়াশোনা করে জীবনে মানুষের মত মানুষ হতে পারি। আসলে যে মা-বাবা আমাদের জন্য তাদের সর্বস্ব ত্যাগ করেছে সেই মা-বাবার জন্য যদি আমরা সামান্য একটু ত্যাগ স্বীকার করতে না পারি তাহলে আমরা কখনো মানুষের মত মানুষ হতে পারব না এবং পরবর্তীতে আমাদের সন্তানেরাও আমাদের সাথে ঠিক একই রকম আচরণ করবে।


এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় ধারণা নিতে হবে যে আমাদের কোন কথা যদি মা বাবা কষ্ট পেয়ে থাকে তাহলে আমরা পর মুহুর্তে মা-বাবার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করব। আসলে মা বাবা কখনো আমাদের উপরে রাগ বেশিক্ষণ ধরে রাখে না। এজন্য সব সময় চেষ্টা করবো মা-বাবা কোন জিনিসটা চাচ্ছে এবং কোন জিনিসটা পেলে তারা খুশি হবে সেই জিনিসটা তাদের সামনে সবসময় করার। আসলে যারা মা-বাবাকে সেবা করে তারাই কিন্তু ভগবানকে সেবা করে। এজন্য একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে আমরা যদি মা-বাবাকে সেবা করতে পারি তাহলে দেখবেন যে পরবর্তীতে আমাদের সন্তানেরাও আমাদের সেবা করার জন্য তারা সব সময় চেষ্টা করবে।


এভাবে যদি আমরা আমাদের মা-বাবার প্রতি সকল দায়িত্ব এবং কর্তব্য গুলো যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে মা-বাবা যেমন আমাদের উপরে খুশি হবে ঠিক তেমনি আমরাও মনের দিক থেকে সব সময় খুশি থাকব। আসলে যারা মা-বাবার প্রতি কোন দায়িত্ব কর্তব্য পালন করে না এবং মনে করে যে মা-বাবা হল আমাদের জীবনের উপর একটা বোঝা তাদের মত পশুর সমতুল্য সন্তান এই পৃথিবীতে থাকার থেকে না থাকা আরও অনেক বেশি ভালো। তাইতো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যতই কষ্টে থাকুক না কেন আমরা কিন্তু কখনো আমাদের নিজেদের মা-বাবাকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না এবং সব সময় তাদের পাশে থেকে তাদের সেবা করার জন্য আমরা চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।