জীবনের লক্ষ্যকে অটুট রাখুন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের লক্ষ্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


marketing-7310101_1280.webp



লিংক


আমাদের প্রত্যেকের জীবনের অবশ্যই একটি লক্ষ্য থাকা উচিত। আসলে আমাদের জীবনে যদি কোন লক্ষ্য না থাকে তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অনেকেই আছেন যারা অনেক বুদ্ধিমত্তার অধিকারী এবং তারা সব সময় পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু এই ব্যক্তি গুলো জীবনে যদি সঠিক লক্ষে এগিয়ে না যেতে পারে তাহলে তাদের জীবনে তারা কখনো উন্নতি লাভ করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একজন নরমাল শ্রেণীর ছাত্র জীবনেও তখন উন্নতি লাভ করতে পারবে যখন তার লক্ষ্য সঠিক এবং স্থির থাকবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যা কিছুই করি না কেন আমাদের প্রথম অবস্থা থেকে জীবনের লক্ষ্যকে ঠিক করে রাখা উচিত।


আসলে আমরা যদি লক্ষ্যহীন ভাবে জীবনে চলাফেরার চেষ্টা করি তাহলে কিন্তু হয়তোবা আমরা মোটামুটি কোন একটা জায়গায় পৌঁছে যেতে পারবো কিন্তু ভালো জায়গায় কখনো আমরা পৌঁছে যেতে পারবো না। আসলে এই জন্য আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে জীবনে যা কিছুই করি না কেন সবকিছু কিন্তু সব সময় মনোযোগ সহকারে করার চেষ্টা করব। কেননা আমরা যদি সবকিছু মনোযোগ সহকারে করার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। এই পৃথিবীতে যারা জীবনে বড় হয়েছে তারা কিন্তু সব সময় নিজেদের লক্ষ্য অনুযায়ী চলার চেষ্টা করেছে এবং একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছে। আসলে জীবনটাকে কখনো নষ্ট করা উচিত নয়।


অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে এই জীবনে অনেক বেশি সময় আছে এবং এই বেশি সময়ের মধ্যে অল্প কিছু সময় যদি তারা নষ্ট করে তাহলে এতে করে কোন ক্ষতি হবে না। কিন্তু একটা জিনিস তাদের মনে রাখতে হবে যে জীবনের সময়টা কিন্তু খুব কম। আর এই জীবনে যদি আপনি এক মুহূর্ত সময় নষ্ট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য আমরা কখনো আমাদের জীবন থেকে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমরা যদি এভাবে সবাই মিলে নিজেদের লক্ষ্যকে অটুট রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং মানুষের মত মানুষ হতে পারব।


এজন্য ছাত্র জীবন থেকে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের লক্ষ্য স্থির রাখতে পারি এবং কখনো খারাপ কাজকর্ম যাতে না করতে পারে এজন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। কেননা খারাপ কাজকর্ম যদি আমরা একবার করে ফেলি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে দূরে সরে যাব। এজন্য সবাই নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আগের লক্ষ্য স্থির করতে হবে। কখনো নিজেদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে গেলে হবে না। বরং নিজেদের লক্ষ্যে অটুট থেকে সবসময় কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা যদি এভাবে সবাই মিলেমিশে কঠোর পরিশ্রম করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং নিজেদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।