কুসংস্কার উন্নতির প্রধান বাঁধা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কুসংস্কার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


lemon-chilli-charcoal-charm-238682_1280.jpg



লিংক


একটা জাতি তখনই পিছিয়ে পড়ে যখন সেই জাতিটা কুসংস্কার এর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ আমরা যতই সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি না কেন এই কুসংস্কার সব সময় আমাদের পিছনের দিকে টেনে রাখার চেষ্টা করবে। আসলে প্রাচীনকালে মানুষ বিভিন্ন ধরনের কুসংস্কার বিশ্বাস করতো এবং এই কুসংস্কার বিশ্বাস করার ফলে তারা কিন্তু এখনও পিছনের দিকে পড়ে রয়েছে। আসলে সমাজের অল্প কয়েকজন লোক সবসময় উন্নত ধরনের চিন্তাভাবনা করলেও বেশিরভাগ মানুষ যেহেতু কুসংস্কার বিশ্বাস করে তাই তারা কখনো এসব মানুষদেরকে সামনের দিকে এগিয়ে যেতে কখনো দেয় না। এজন্য আমাদের সমাজটা এখনো সেই আদিম যুগে মনে হয় পড়ে রয়েছে।


আসলে আমাদের সমাজের মধ্যে আমরা এখনো বিভিন্ন জায়গায় এই কুসংস্কার জাতীয় জিনিস দেখতে পাই। অর্থাৎ মানুষ কিভাবে এই কুসংস্কারের উপর নির্ভর করে তাদের জীবনটাকে নষ্ট করে ফেলছে তা আপনি যখন দেখতে পাবেন তখন আপনার খুব কষ্ট হবে। অনেকেই মনে করে যে জীবনে অর্থ উপার্জনের জন্য কখনো পড়াশোনার প্রয়োজন হয় না। অর্থাৎ তারা যদি ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে ঘরের মধ্যে বসে থাকে তাহলে অবশ্যই তার জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে। অর্থাৎ মানুষের জীবনের উন্নতি অবনতি পুরোটা মানুষের নাকি ভাগ্যের উপর নির্ভর করে। আসলে এই ধরনের কুসংস্কারের জন্য কিন্তু আমাদের সমাজে এখনও এত বেশি বেকারত্ব সৃষ্টি হচ্ছে প্রায় প্রতিবছর।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এখনো এই কুসংস্কারের উপরে বিশ্বাস করে সামনের দিকে এগোনোর চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা কখনো উন্নত বিশ্বের কাছে নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবো না। এরফলে কিন্তু আমাদের গোটা সমাজ জাতিটা অনেক পিছিয়ে যাবে এবং আধুনিক জিনিসপত্র সম্পর্কে যেমন আমাদের কোন ধ্যান-ধারণা থাকবে না ঠিক তেমনি এই ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা সব সময় বঞ্চিত থাকবো। আসলে কুসংস্কার একটা জাতির উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রধান বাঁধা। কেননা আমরা যতই সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি না কেন এসব ব্যক্তিরা কিন্তু আমাদের ততই পিছনে দিকে টেনে রাখার সব সময় চেষ্টা করে।


এজন্য আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য সর্বপ্রথম তাদের মধ্যে শিক্ষার প্রবেশ ঘটাতে হবে। কেননা একজন শিক্ষিত ব্যক্তি জীবনে কখনো কোন ধরনের কুসংস্কার বিশ্বাস করে না এবং তারা সবসময় এই কুসংস্কার থেকে দূরে থাকার চেষ্টা করে। এজন্য আমরা যদি সমাজের এই ব্যক্তিদের মধ্যে কুসংস্কার জিনিসটা দূর করতে চাই তাহলে সর্বপ্রথম তাদেরকে শিক্ষিত করতে হবে এবং ভালো দিক সম্পর্কে তাদের সবসময় ধ্যান ধারণা দিতে হবে। তারা যখন তাদের নিজেদের ভুল বুঝতে পারবে তখন কিন্তু তারা অবশ্যই শিক্ষা গ্রহণ করে জীবনে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করবে। আর এর ফলে কিন্তু তারা একদিন অবশ্যই একটা সুন্দর সমাজ গঠন করতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।