দুঃখ যাদের পিছু ছাড়ে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুঃখ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-5234014_1280.webp



লিংক

এই পৃথিবীতে গরিব মানুষরা যতই পরিশ্রম করুক না কেন দুঃখ কিন্তু তাদের কখনো পিছু ছাড়ে না। অর্থাৎ তারা একটু ভালো হয়ে যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে তখন অন্যান্য মানুষগুলো তাদেরকে পিছনের দিকে টেনে রাখে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা গরিব হয়ে জন্মগ্রহণ করি তাহলে মনে হয় যেন সেটি আমাদের জন্য একটা পাপ। অর্থাৎ এই পৃথিবীতে কেউ কখনো গরিব মানুষকে সামান্য ভালোবাসা না এবং সব সময় সবাই এই গরিব মানুষদেরকে ঘৃণা করে। আর যারা এই গরিব মানুষদেরকে ঘৃণা করে তারা কিন্তু কখনো সেই গরিব মানুষের উপকার করতে চায় না বরং সুযোগ পেলে তারা সবসময় সেই গরিব মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বহু লোক রয়েছে যারা কিনা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে এবং তাদের কাছে ধনী গরীব বলে কোন পার্থক্য থাকে না। আসলে এটাই কিন্তু হওয়া উচিত। কেননা আমরা যদি ধনী গরীব পার্থক্য নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করি তাহলে আমরা কখনো সুখে শান্তিতে এই পৃথিবীতে বেঁচে থাকব না। কেননা যেখানে ভেদাভেদ হয় সেখানে কখনো সুখ শান্তি বিরাজ করতে পারেনা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা সবাই মিলে বসবাস করি তাই এই পৃথিবীর প্রতি সবার অধিকার সমান এবং সবাই কিন্তু একটু ভালোভাবে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে অবশ্যই রয়েছে।


কিন্তু এই গরিব মানুষ গুলোর দুঃখ যেহেতু সবসময় তাদের পিছনে পড়ে থাকে তাই তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিন্তু কখনো নিজেদের চেষ্টায় একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে না। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন যে যদি কেউ এসে এই গরিব মানুষদেরকে একটু সামান্য সাহায্য করে তাহলে কিন্তু তারা হয়তোবা উঠে দাঁড়াতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সব সময় আমাদের এই সব গরিব মানুষদের পাশে থাকা উচিত। আবার কিছু কিছুই অনেকটা মেধাবী লোক রয়েছে যারা কিনা নিজেদের মেধার জন্য সব সময় সামনের দিকে এগিয়ে যায় এবং কেউ কখনো তাদেরকে জোর করে টেনে পেছনে ফেটে দিতে পারে না।


তাইতো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের বিপদে তাদের পাশে দাঁড়া এবং মানুষের জীবন থেকে তাদের দুঃখ দুর্দশা দূর করে দিতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো জীবনে বড় হতে পারবে এবং যতই তারা বড় হয়ে যাক না কেন তারা কিন্তু কখনো আমাদের এই উপকারের ঋণ কখনো শোধ করতে পারবেনা। এজন্য আমরা সবাই মিলে সব সময় গরীব মানুষদের পাশে থাকবো এবং তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য তাদের সাহায্য করবো। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একে অন্যের সাহায্য করে এই সমাজে বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু দুঃখ দুর্দশা সমাজ থেকে চিরজীবনের জন্য দূর হয়ে যাবে এবং সবাই মিলে অনেক বেশি সুখে শান্তিতে এক জায়গায় বসবাস করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।