হেয়ারপ্যাক রিভিউ 🙂
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি একটি হেয়ারপ্যাকের রিভিউ দিতে চলেছি..
চলুন তাহলে জেনে নেওয়া যাক
ছোটবেলা থেকেই আমার মাথায় অনেক চুল ছিলো।আমার চুলগুলো একটু কার্লি টাইপের ছিলো তাই চুলে সবসময়ই জটলা পেকে যেতো।আর মাথায় এতো পরিমান চুল ছিলো যে নিজে কখনো মাথার চুল বাঁধতে পারতাম না। আমার মা সবসময় আমাকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিতো।বড় হওয়া বিয়ে হওয়া পর্যন্ত অনেক চুল ছিলো।আমি শুনেছি মানুষের বাচ্চা হলে নাকি মাথার চুল সব ঝরে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি একই রকমের চুল ছিলো।আমার চুলের প্রশংসা অনেক শুনেছি আমার হাজব্যান্ড কখনোই আমাকে চুল কাটতে দিতো না,লম্বা চুল তার খুবই পছন্দ।মাঝেমধ্যে হয়তো শখের বসে একটু সামনে লেয়ার কাট দিতাম কিন্তু পিছনের চুল কখনোই ছোট করতে পারতাম না।আমি আর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার পর অতিরিক্ত ওষুধ খাওয়ার কারণে আস্তে আস্তে আমার চুল ঝরতে শুরু করলো।একটা সময় গিয়ে তো একেবারেই টাক হয়ে যাওয়ার মতো অবস্থা হলো।ডাক্তার দেখালাম ডাক্তার সাহেব বললেন এটা ওষুধের প্রভাবে এরকম হচ্ছে তবে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে।
অতিরিক্ত চুল পড়ার কারণে চুলগুলো নষ্ট হয়ে যেতে লাগলো,তখন একদিন শখের বসেই হাজবেন্ডের অনুমতি নিয়ে পার্লারে গিয়ে চুলগুলো রিবন্ডিং করালাম।তখন একটু দেখতে ভালো লাগছিলো।আস্তে আস্তে যখন নতুন চুল গজাতে লাগলো তখন চুলগুলো আবার আগের মতো কার্লি হয়ে গেলো।আবার বছর খানেক আগে রিবন্ডিং করালাম।আসলে এগুলো চুলের সাথে করা উচিত না তার কারণ মেডিসিন এবং অতিরিক্ত হিটের কারণে একটা সময় গিয়ে চুলগুলো ভাঙতে শুরু করে।আমার ক্ষেত্রেও তাই হয়েছে।অনেকদিন ধরেই ভাবছিলাম চুলে এমন কিছু দিতে হবে যাতে চুলগুলো একটু হলেও ভালো থাকে।সেদিন আড়ংয়ে গিয়ে আড়ং আর্থ কর্নার থেকে বেশ কিছু জিনিস কিনলাম।তার মধ্যে একটা মেহেদী প্যাক ছিলো।তারপর সপ্তাহে দুইবার করে মেহেদী প্যাক লাগাচ্ছি।
এক মাস ধরে ব্যবহার করছি ফলাফল বেশ সন্তোষজনক।আগের থেকে চুল পড়া কমেছে অনেকটাই,সেই সাথে চুলগুলো বেশ সফট ও শাইনি হয়েছে।আর দামের দিক থেকেও সাশ্রয়ী বলে মনে হয়েছে আমার কাছে।যেকেউ যেকোনো সময়ে কিনতে পারবে সাধ্যের মধ্যেই বলা চলে।সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে ভালোলাগার মুহূর্তগুলো শেয়ার করি।
| মেহেদী | প্যাক |
|---|---|
| ওজন | ১০০গ্রাম |
| দাম | ১২০ টাকা |
প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো মেহেদী পাউডার নিয়েছি।তারপর দ্বিগুন পরিমাণে জল নিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি।
এবার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে প্যাক টি লাগিয়ে নিয়েছি।তারপর সবগুলো চুল একসাথে বেঁধে রেখেছি।১ ঘন্টা পর আড়ং আর্থ এর হারবাল শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুল পরিস্কার করে নিয়েছি।

আগের চুলের অবস্থা 😥
প্যাক লাগানোর পরের চুল😊
একটু সাজুগুজু করে চুলসহ নিজের অবস্থা 🤭
এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত,অন্যদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে।তাই আমি কাউকে বলবো না যে এটা কিনতেই হবে,লাগাতেই হবে বা আপনারা ভালো ফলাফল পাবেন এরকম কোনো ব্যাপার নেই।আমি আমার নিজস্ব অভিজ্ঞতা গুলো শুধু শেয়ার করলাম।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR










.gif)
যদিও জানিনা এ জিনিস আমার কাজে লাগবে কিনা, তবু পোস্টটি পড়ে ভালো লাগলো বোন। হেয়ার প্যাক রিভিউ হিসেবে বেশ ভালো লিখেছ। বিজ্ঞাপনের মত হয়ে গেছে। তোমার এই রিভিউ পড়ে অনেকেই হয়তো এই দ্রব্যটি কিনবে। ছবিগুলিও সুন্দর। সব মিলিয়ে ভালো একটি পোস্ট শেয়ার করলে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মেহেন্দি তো চুলের জন্য সব দিনের উপকারী। এটা মেখে অনেকেই ফল পেয়েছে৷ আপনার দেখে মনে হচ্ছে আমিও মাখি। আপনার চুল এখনো বেশ ভালোই আছে। সুন্দর সাইনি চুল।
আপনার তো রিবন্ডিং করার কারণে চুল নষ্ট হয়েছে তবে আবার এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আড়ং থেকে এই হেয়ার প্যাক টা ইউজ করেছেন জেনে ভালো লাগলো। বেশ ভালো ফলাফল পেয়েছেন তাহলে। একবার ইউজ করে দেখব এটা। সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনার অনেক ঘন-কালো লম্বা চুল ছিলো আমিও দেখেছি।আগের চুলের সাথে বর্তমান চুলের কোন মিল নেই আপনার।রিবন্ডিং করলে চুল সত্যি নষ্ট হয়ে যায় তবে রিবন্ডি করলে চুলের প্রচুর যত্ন নিতে হয় তাহলে ভালো থাকে চুল।আড়ংয়ের সব কিছু অনেক ভালো।আপনি আড়ংয়ের হেয়ার প্যাক ব্যাবহার করে সুফল পেয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।