জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল হ্যাপি বার্থডে টু ইউ টিনটিন বাবু

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


শুভ শুভ শুভ দিন আজকে আমাদের সোনামণি টিনটিন বাবুর জন্মদিন। জন্মদিনের প্রথমেই টিনটিন বাবুকে হাজারো শুভেচ্ছা জানাই। এই দিনটি যেন টিনটিনের জীবনে বারবার ফিরে আসে। এবং টিনটিন বাবুর জীবনের মুহূর্তগুলো যেন আনন্দময় করে দেয়। আসলে আমাদের সবার প্রিয় এবং সবার ভালবাসার সোনামণি টিনটিন বাবু। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আমরা যেন দেখতে দেখতে টিনটিন বাবুর আরেকটি জন্মদিন পালন করলাম। আসলে গত বছরকেই মনে হচ্ছে কিছুদিন আগে আমরা টিনটিন বাবুর জন্মদিন পালন করেছি। আর আজকে আবারো আনন্দের সাথে হ্যাংআউটের মাধ্যমে জন্মদিনের আনন্দ উপভোগ করলাম।


holiday-6887221_1280.webp


Source

আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আমার মনের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আসলে আমি গতবছরই টিনটিন বাবুর জন্মদিনের মুহূর্তগুলো উপভোগ করেছি। এইতো মনে হচ্ছে সেদিন টিনটিন বাবুর জন্মদিন আমরা সবাই মিলে হ্যাংআউটের উদযাপন করলাম। আজকে আবারো হ্যাংআউটের মাধ্যমে আমরা তিন তিন বাবুর জন্মদিনের আনন্দময় উপভোগ মুহূর্তগুলো উপভোগ করেছি। আসলে আমাদের সবার প্রিয় বড় দাদার আদরের টিনটন বাবু আমাদের সবারই যেন আদরের।দাদা যেমন সবার প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। ঠিক তেমনি টিনটিনও বাবার শিক্ষায় এগিয়ে যাবে।বাবার শিক্ষায় যেন সন্তান গ্রহণ করবে এটাই যেন আমার মনের কামনা।


মনের গভীর থেকে টিনটিন বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। জন্মদিনে টিনটিন বাবুর জন্য এটাই প্রার্থনা করি। টিনটিন বাবুকে যেন সৃষ্টিকর্তা সব সময় সুস্থ থাকে এবং টিনটিন বাবু যেন বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এবং টিনটিন বাবু যেন বাবার দেখানো পথে চলতে পারে। আর আমার বাংলা ব্লগের হাল ধরতে পারে। আসলে টিনটিন বাবু তার বাবার মতোই যেন সহানুভূতিশীল এবং ভালোবাসার এবং সুন্দর মনের মানুষ হয়ে আমাদের সবার পাশে থাকতে পারে এটা আমি মন থেকে চায়।টিনটিন যেন মানুষের সেবা করতে পারে এই দোয়া আমি টিনটিন বাবুর জন্য সব সময় করি। আর আমার বিশ্বাস টিনটিন বাবু তার বাবার মতোই সবার প্রতি সহানুভূতিশীল এবং ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবে।


মানুষ মরণশীল, একদিন না একদিন তাকে মৃত্যুর সাধ ভোগ করতে হবে মকিন্তু মানুষ মরণশীল হয়েও মানুষ সারা জীবন বেঁচে থাকে মানুষের হৃদয়ে, তার ব্যবহার এবং তার কর্মের কারণে। আর আমাদের সবার প্রিয় বড় দাদা আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবে সারা জীবন। কারণ আমি দাদা সব সময় মানুষের ভালোর জন্যই কাজ করে যাচ্ছে। আমার বাংলা ব্লগের মতো সুন্দর একটি কমিউনিটি আমাদের উপহার দিয়েছে। যার মাধ্যমে আমরা অনেক আনন্দের সাথে মুহূর্তগুলো উপভোগ করছি। আর টিনটিন বাবু জন্মদিন উপলক্ষে আমি বাবুর জন্য দোয়া করি, বাবার মতই আদর্শবান মানুষ হয়ে আমাদের হৃদয় জায়গা করে নিতে পারে। এবং মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকার মত মহৎ কাজ করে যেন মহৎ মানুষ হয়ে সকালের হৃদয় জায়গা করে নেয়, এই দোয়া করি।



পরিশেষে একটা কথাই বলবো, জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার। ভালোবাসার দিয়ে দিলাম গ্রহণ করে নিও একবার। তিনদিন বাবু তোমার প্রতি মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর এই ভালোবাসা সারাটা জীবন দূরে থাকবে। তোমার জন্য সৃষ্টি কর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করি, তোমার জীবনে যেন এই দিনটি বারবার ফিরে আসে এবং বাবা মাকে সাথে নিয়ে যেন আনন্দময় মুহূর্তগুলো তোমার জীবনে ভরিয়ে তুলে এই দোয়া করি। ভালোবাসা দিয়ে দিলাম এক বুক, শুধু তোমার জন্য।তাই তোমার জন্মদিনে আমার হৃদয়ের গভীর থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা রইল, হ্যাপি বার্থডে টিনটিন বাবু। 🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রথমেই সবার আদরের টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
সত্যিই দিনটি সবাই বেশ আনন্দের সাথে উদযাপন করেছে। আপনি বেশ চমৎকারভাবে গুছিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার পোস্টটি গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 last year 

টিনটিন বাবুর জন্মদিন সত্যিই আমাদের জন্য বড় স্পেশাল দিন। আজ সবাই মিলে আনন্দ করে কাটিয়ে দিলাম দিনটি। আপনার পোস্ট খুব ভালো লাগলো। টিনটিনের জন্য সুন্দর করে একটি শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন আপনার পোষ্টের মাধ্যমে। আমার তরফ থেকেও তাকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।

 last year 

টিনটিনের জন্মদিনে শুভেচছা জানাই আমরা সবাই।ছোট টিনটিন ধীরে ধীরে বড় হয়ে উঠবে।মা-বাবার মুখ উজ্জ্বল করবে।মানুষের মতো মানুষ হোক এই চাওয়াটুকু থাকবে সব সময়।

 last year 

টিনটিন বাবুর জন্মদিনের প্রত্যেকটা মুহূর্ত সবার জন্যই অনেক স্পেশাল ছিল। আপনিও আপনার পোষ্টের মাধ্যমে সেই অনুভূতিটাই প্রকাশ করেছেন ভাই। লেখাগুলো পড়ে সেটা বুঝতে পারলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।