অন্যের সাহায্যে এগিয়ে আসা মানুষের গল্প
আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষকেই আমি দেখেছি আর যারা অন্যের বিপদে আর সব সময় নিজেদেরকে বিলিন করে দিয়েছে। অন্যের কষ্টের যিনি দুঃখী হন আবার অন্যের কষ্টে জেনে কাঁদেন। এমন অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে কিন্তু আমাদের সমাজে এমন ও অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র খারাপ পথ বেছে নেয়। এরকম মানুষের কথাবার্তা কিংবা নিউজ আমরা প্রতিনিয়তই দেখি তবে ভালো মানুষের খোঁজখবর গুলো খুব একটা বেশি মিডিয়াতে আসে না।
বিপদে-আপদে যে মানুষের পাশে সব সময় দাড়ায় এমন একটি মানুষের কথা আপনাদের সামনে আজ বলতে চাই। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতার কথা বলছি। আমি বিগত চার বছর ধরেই তার সাথে কাজ করে আসছি। আমার দেখা মতে তিনি অনেক ভালো মনের একজন মানুষ আমাদের কমিউনিটিকে কিংবা কমিউনিটির বাহিরে যদি কারো সমস্যার কথা শুনে তাহলে তিনি সবার আগে সেই মানুষটিকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং আমাদের কেউ উৎসাহিত করেন। আমরাও যেন কিছু সাহায্য সহযোগিতা করতাম। এমন একটা মানুষের কথা না বললেই নয়।
আমরা মানুষ, আমরা কয়দিনেই বা বেঁচে থাকব এই পৃথিবীতে। তবে আমাদের করে যাওয়া ভালো ভালো কাজগুলোই আমাদের কে বাঁচিয়ে রাখবে আজীবন। আমি মনে করি দাদা হয়তো সেই বিষয়টাকে মনেপ্রাণে বিশ্বাস করে এজন্যই তিনি যতটা সম্ভব মানুষকে সাহায্য সহযোগিতা করেন এবং তিনি চান সবাই যেন সুস্থ সুন্দর জীবন যাপন করেন। আমি ব্যক্তিগতভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি চাই তিনি যেন আরো অনেক বড় মনের মানুষ হন এবং এভাবেই সবাইকে ভালো পথ দেখিয়ে জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন।


Postda gorə təsəkkurlər