ভাস্কর্যের অনন্য নিদর্শন

20231113_013559.jpg

ছবিতে কিছু কিছু এমন দৃশ্য থাকে যে, শুধু চোখে দেখার জন্য নয়। এইসব ছবি আমাদের সময়, সংস্কৃতি আর মানুষের অনুভূতিগুলোকে একসাথে দীর্ঘদিন ধরে রাখে মনের অভ্যন্তরে। এখানে ভাস্কর্যের এমনই একটা খোদাইকৃত নিদর্শন দেখতে পাবেন, যা সভ্যতার এক অনন্য নিদর্শন। এইসব যেনো ইতিহাসের এক একটা দৃশ্য। তবে এটা খোদাই করা একটা মূর্তির দৃশ্যের মতো দেখতে লাগলেও কিন্তু এটা পাথরের করা না। এটা মূলত পুজোর সময়ে একটা প্যান্ডেলে লাগিয়েছিলো। এটা আগে থেকেই তৈরী করা ছিল এবং সেটা এখানে জাস্ট সৌন্দর্য এর জন্য তুলে ধরেছিলো। সেটা যাইহোক, এই শিল্প যেনো প্রাচীন সভ্যতার একটা স্পষ্ট উদাহরণ, যা সবসময় অক্ষত অবস্থায় থেকে যাবে। এইসব ভাস্কর্যের নিদর্শন অনেক প্রাচীনতম ।

এইসব মূর্তি এখনকার সময়ে শুধু সৌন্দর্য আর ইতিহাসের কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরলেও, তখনকার সময়ে এইগুলো শিল্পবোধ, জীবনধারা, শিক্ষার একটা দৃষ্টান্ত চিত্র। এইসব শিল্পীর কাজ এত নিখুঁত যে, বোঝার কোনো উপায় নেই যে, এটা হাতে তৈরী করা হয়েছে। মূর্তির দিকে তাকালে যেনো মনে হবে কথা বলছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছে যে, এখানে মূর্তির মধ্যে যেনো প্রাণ সঞ্চার হয়েছে। এইসব কিন্তু অনেক আগের, যা আজকের বর্তমান সময়ে এসেও আমরা দেখতে পাচ্ছি যে, আগের মানুষেরা এইসব সৌন্দর্যকে কত গভীর অনুভবের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতো।