বিশেষ দিন উপলক্ষে আমার লেখাটি

in Incredible India3 days ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। প্রচন্ড দেরি হয়ে গেল আজকে পোস্ট করতে। আমার কাছে রবিবার মানে ছুটির দিন নয়। আমার কাছে রবিবার মানে আরো বেশি কাজের দিন। যেহেতু ছুটির দিন তাই কাজ আরো বেশি করতে পারা যায়। যেহেতু সারা সপ্তাহ সময় থাকে না ।তাই রবিবার একটু বেশিই কাজ করতে হয়। আমি এই জন্য সব সময় চেষ্টা করি রবিবারে বাড়িতে থাকার।

20240912_093459.jpg

তার ওপর শোরুমে রবিবারেই বেশি ভিড় হয়।। তাই শোরুমেও একটু দেখাশোনা করতে হয় রবিবারে। ছুটির দিন সকলেই কেনাকাটা এবং ঘোরাফেরা করতে বার হয়। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমারই একটি লেখা। নিজের লেখাগুলো হঠাৎ করে কেমন করে যেন মাথাতে আসে।

20240911_204133.jpg

আমি কখনোই প্ল্যানিং করে লিখতে পারিনি। হঠাৎ করেই লেখা মাথায় এসেছে এবং লিখেছি। তবে বছরের একটি দিন আমার ইচ্ছা থাকে অন্তত সেই দিন উপলক্ষে একটি লেখা লিখব। আর এই লেখাটি আমার প্ল্যানিং করে লেখা হয়। প্রত্যেক বছরের এই বিশেষ দিনটিকে নিয়ে আমি কিছু না কিছু লিখে থাকি। গতবারেও লিখেছিলাম অনেক কিছু।
যাইহোক বেশ অনেকদিন হয়ে গেছে তারপরেও এই লেখাটি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। লেখাটির মধ্যে আমার অনেক অনুভূতি জড়িয়ে আছে। কিছু কিছু লেখা বর্ণনা করান উচিত নয় আমার মনে হয়। লেখার আভিজাত্য নষ্ট হয়ে যায়। সাথে পাঠক কেমন করে লেখাটা দেখছে, সেটা জানার একটা আমারও আগ্রহ থাকে।

20240911_204129.jpg

আমার লেখা

একটা চলমান গাড়িকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা দিন কেটে যায়। দিনের আলোয়, রাতের আড়ালে গাড়ি চলতে থাকে আপন মনে। এ গাড়ি রাতের অন্ধকার লাল করতে জানে । করতে জানে দিনের রোদ সিঁদুর রাঙা । আমি বড়ই জাহাজ প্রেমী। লাল গাড়ীকেই জাহাজ লাগে। কেবিন থেকে আমিও সূর্য ডোবা দেখি , দেখি আকাশের অফুরন্ত কান্না, প্রকৃতির রাগ, ঝড়ে পড়া পাতা বাহারের গাছ, দূরের পার, আরোও কত কিছু। গাড়ি চালক চলতে জানে, থামতে জানে,বুঝতে জানে। বন্দরে তার কার্পাসের মত ক্ষিদে। সভ্যতার আঙিনা ছেড়ে সেও মাতাল হতে জানে। আমার প্রত্যেকটা দিন তুলোর মতো নরম। এ গাড়ি তুলোয় ভাসতে জানে। আমার প্রত্যেকটা দিন একটা চলমান গাড়িকে কেন্দ্র করে কাটতে থাকে। আমিও চাই গাড়ি চলতে থাকুক যুগ যুগ ধরে, বন্দরের পর বন্দর ,সাগরের হরেক রকম জলের তালে, নক্ষত্রদের মিছিল ছাড়িয়ে ......


আমি লেখাটি একটি মানুষকে ডেডিকেট করে লিখেছি। আশা করছি সেটা আপনারা লেখাটা পড়েও বুঝতে পারবেন ।সাথেই ছবিটি দেখে। প্রতিবারের মতো ছবির উপর বেস করে লেখাটা লেখা হয়েছে।আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল বলে বেশি বড় পোস্ট করতে পারলাম না। তার জন্য আমি অনেক দুঃখিত পরের দিন নতুন কোন পোস্ট নিয়ে আবার হাজির হব।

Sort:  
Loading...
Loading...
 2 days ago 

অসাধারণ লিখেছিস ঈশা। এই প্ল্যাটফর্মে আসার আগেও আমি তোর লেখা পড়েছি। তোর লেখার মধ্যে একটা প্রাণ থাকে। পাঠক হিসাবে আমিও আমার মতন করে তোর লেখাটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। খুব ভালো লিখেছিস।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62311.03
ETH 2443.26
USDT 1.00
SBD 2.69