You are viewing a single comment's thread from:

RE: Winners announcement of Steemit Engagement Challenge S10/W2|Elon Musk, Bill Gates, and Jeff Bezos- Whom would you like to choose for an interview and why?

in Incredible India2 years ago

প্রত্যেক উইনার ব্যক্তিকে জানাই অভিনন্দন। এখানে অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয়। তবে অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই নিয়মাবলী দেখা দরকার কেননা নিয়মাবলী ফলো না করে এত কষ্ট করে পোস্ট লেখার পরেও যদি সেই পোস্ট গ্রহণযোগ্যতা না পায়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে!
সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের নজরে রাখা দরকার। আশা করি এরপর থেকে আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখব। যারা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন আমি তাদের সবাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কেননা অংশগ্রহণের মাধ্যমেই সফলতা আসে। সবার জন্য রইল শুভেচ্ছা।