RE: যুবকদের দ্বারায় আগামী উন্নত ভবিষ্যৎ স্থাপন করা সম্ভব
শিক্ষার্থীরা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাদেরকে অভিনন্দন। আর এই সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাদের জীবন দিতে হয়েছে।
অথচ এই জীবন যারা নিয়েছি অন্যায় ভাবে ষড়যন্ত্র ও আক্রমণের মাধ্যমে তারা এখন বিভিন্ন দফা দাবি আদায়ের জন্য স্থান ত্যাগ করেছে আমি কাজের কথা বলতেছি আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ পুলিশ 👮।
যখন তারা অন্যায় ভাবে অবিচার এর মাধ্যমে ন্যায় সংগত আন্দোলনকারীদের জীবন নিয়ে ছিল, তখন কি তাদের মনে পড়ে নাই যে, আমি যে কাজটি করতেছি অর্থাৎ আমাকে দিয়ে করানো হচ্ছে, এই কাজটি কোন দায়িত্বশীল ব্যক্তির কাজ নয়! তখন কেন সেই পুলিশ 👮 বাধা দেয়নি বা কাছ থেকে বিরত থাকেনি বরং অবিরত গুলি বর্ষন করতেই আছে করতেই আছে।
আর যখন ছাত্রদের এই আন্দোলন সফল হয়েছে তখন তারা বুঝতে পড়ে গেছে তাদেরকে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না ছেড়ে দেবে না, প্রত্যেকটি হত্যার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে তখন তারা ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। ছাত্ররাইহা বোঝে, এখন তারা ট্রাফিক সহ বিভিন্ন দায়িত্ব এড়িয়ে তাদের দফা নিয়ে হাজির হয়েছে।
আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের এই কাজ দেখে সত্যিই আমার আনন্দ লাগতেছে ভালো লাগতেছে দেশ গড়ার লক্ষ্যে এভাবে তরুণ প্রজন্মকে কাজে লাগিয়ে দেশকে অগ্রসর করতে হবে। ধন্যবাদ জানাই উদ্যোগ গ্রহণ করার জন্য। বাংলাদেশ চিরঞ্জীবী হোক। সোনার বাংলা গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ সর্বদাই প্রস্তুত 💪🤝💪
আপনি ঠিক বলেছেন, অবশ্যই তারাই কাজগুলো ঠিক করে নাই, কিন্তু আমাদের বুঝতে হবে তারা শুধু তাদের দায়িত্ব পালন করেছে এবং হুকুম পালন করেছে, কিছু আছে যারা অতিরিক্ত করেছে সেটা কখনোই কাম্য ছিল না, ভুল মানুষেই হয়, অতিরিক্ত করেছে তাদের বিচারের আওতায় এনে বাকিদের কাজে ফেরানো প্রয়োজন, কারণ দেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে, ধন্যবাদ আপনি সুন্দর মন্তব্যের জন্য।