বৃষ্টিতে ভেজা বাস |জলরং

in Incredible India8 days ago

আমার বড়দের সকলকে প্রণাম জানাই। গতকাল আমি লিখতে পারিনি। কালকে আমার খুব অসুবিধা হচ্ছিল। আমি কিছুতে প্ল্যাটফর্মে ঢুকতে পাচ্ছিলাম না। অনেকবার বলাতে যদি বলেছে, নেটের সমস্যা হচ্ছে। আর আমিও খুব ব্যস্ত ছিলাম। যেহেতু সোমবার। তাই রোববারের পরে সোমবার খুব চাপ থাকে। পড়াশোনা আর স্কুল দুটোই থাকার কারণে আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম।

তবে আমার আগে থেকেই ছবি আঁকা ছিল। আমি বেশ কিছুদিন আগে একটি ছবি এঁকেছিলাম। যেটা জল রং করেছিলাম। ছবিটা দিদি আমাকে সাজেস্ট করেছিল। যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই দিদি বলেছিল বৃষ্টি জাতীয় কোন ছবি আঁকতে। আর জল রং দিয়ে এই বৃষ্টি বা প্রকৃতির ছবি আঁকতে খুব ভালো লাগে। আমি তাই এই ছবিটি বেছে নিয়েছি।

20240928_215209.jpg

জল রং করার জন্য আমি প্রত্যেকবারের মতো ক্যামেল কোম্পানির জল রং ব্যবহার করেছি। সাথে আমার কাছে অনেকগুলো তুলি ছিল সেগুলো ব্যবহার করেছি। আমার কাছে মোটা তুলি অনেকগুলো ছিল সেগুলো কিছুতেই খুঁজে পাচ্ছিনা বলে খুব রাগ হচ্ছে। জল রং এর কাজ মোটা তুলিতে খুব ভালো হয়।।

আমি প্রত্যেকবারের মতো এইবারের ভিডিওটা ও বানিয়েছে। দিদি আমাকে ভিডিও এডিট করে দিয়েছে। ছবিটা আমি দুইবার বসে এঁকেছি। প্রথমবারে কিছুটা আকার পরে অর্থাৎ বাস থাকার পরে অনেক রাত হয়ে যাওয়ার জন্য আমি সেই রাতে আর বাকিটুকু আঁকিনি। তারপর আবার পরের দিন সকালবেলায় এঁকেছি।

লিংক

ইচ্ছা আছে পরবর্তীকালে একটি সুন্দর দুর্গা ঠাকুরের ছবি আঁকবো। যেহেতু সামনে পুজো। এবার পরপর ধাপে ধাপে ছবি আঁকাগুলো শেয়ার করছি।

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি সব সময়ের মতন মেকানিক্যাল পেন্সিল দিয়ে একে নিচ্ছি ।প্রথমে আমি বাসটাকে আঁকছি, তারপর পাশে কালো রংয়ের বেরিগেট গুলো আঁকেছি।

20241001_205405.jpg

Screenshot_20241001_203419_Gallery.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে আমি আশেপাশের গাছ আঁকছি, তারপর বাস থেকে রং করা শুরু করেছি। তারপর আমি বাসে কমলা রং করেছি।হালকা কমলা অথবা স্কিন কালার।

20241001_205452.jpg

তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে আমি বেরিগেটে কালো রং করেছি। এইভাবে সবকটাই রং করে নিচ্ছি।

Screenshot_20241001_203445_Gallery.jpg

চতুর্থ ধাপ

তারপর রাস্তায় গ্রে কালার করেছি। আর ধার গুলোতে পোরশন ব্লু করেছি।

20241001_205708.jpg

পঞ্চম ধাপ

এবার আমি ঘাস এঁকেছি দুই ধারে। সাথে দেখতেই পাচ্ছেন গাছের জায়গাগুলো রং করা শুরু করেছি। এখানে আমি সবুজ রং ব্যবহার করেছি অনেকগুলো।

20241001_205736.jpg

ষষ্ঠ ধাপ

গাছের ডাল গুলোকে এঁকে নেওয়ার পরে আমি পুরোপুরি গাছগুলোকে রং করে নিচ্ছি। এরকম জায়গায় আমি অনেকগুলো সবুজ রং আবারও ব্যবহার করেছি যেমন ল্যাব গ্রিন, লাইট গ্রীন, ডিপ গ্রিন।

20241001_211038.jpg

সপ্তম ধাপ

বাসের ছায়াটা রাস্তার ওপর জলের উপর যেভাবে পড়েছে সেই জায়গাটা আমি নেভি ব্লু রং দিয়ে ঠিকঠাক করে নিয়েছি ।আরও আশেপাশের জায়গাগুলোতে ফাইনাল টাচ দিয়েছি।।

20241001_211059.jpg

ফাইনাল

20240928_215139.jpg

আমি এই ছবিটা একে খুব খুশি হয়েছি কারণ জল রং আমার খুব পছন্দের। তার থেকে বেশি ছবিটা এত সুন্দর দেখতে হয়েছে। তবে অনেক জায়গায় ভুল আছে। বাবা আমাকে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। পরবর্তীকালে সেগুলো ঠিক করার চেষ্টা করব। তবে প্রথম থেকেই আমার প্যাস্টেল রং করার থেকে জলরঙে বেশি ভালো লাগে। এর পেছনে আর একটা কারণ হল আমি প্যাস্টেল রঙে খুব কাঁচা।

Sort:  
Loading...

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62255.52
ETH 2449.42
USDT 1.00
SBD 2.63