প্রথমেই জানি আপনাকে ধন্যবাদ। আপনার কষ্টের কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এইটা সত্যিই, অনিচ্ছাকৃতভাবে কোন কাজ করা ভালো না, আর ওই কাজটি মন দিয়ে করা যায় না। যদি মন দিয়ে না করা যায় তাহলে ভবিষ্যতে ভালো ফলাফল আসেও না। আমি মনে করি, এই কলেজটি আপনার জন্য খুব প্যারা হয়ে উঠেছে বা মাথা ব্যথার কারণ হয়েছে এখন। আপনি যখন ভবিষ্যতে এই কলেজ থেকে ভালো একটি রেজাল্ট নিয়ে বের হবেন। সবচাইতে বেশি এই কলেজ কে আপনি মিস করবেন, কেননা মন খারাপ হলে চলে যেতে পারেন জেঠুর বাসায়। মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। পরিবারের সাথে থাকেন তাদের কাছে শেয়ার করতে পারেন। দূরে কোথাও কলেজে গেলে। তখন কাছের মানুষগুলি পাবেন না, মনের কথাগুলো আর বলতেও পারবেন না। আর ঘোরাঘুরি সবারই করা উচিত, ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যায় এটা সত্য কথা, আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।