যখন আমি প্রথম দেখি,আপনার এই পোস্টটি, আমি ভেবেছি এটা হয়তো বা শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়। এটাইকে ঘন্ট বলে। পরে আমি আপনার পোস্টটি সম্পন্ন পড়লাম আর বুঝতে পারলাম, এইটা রান্না করা হয় বড়ি দিয়ে। যাইহোক নতুন একটা রেসিপি সম্পর্কে আমি জানতে পারলাম। এই ভাবে শাকসবজি খেলে সত্যিই মুখে কখনো অরুচি হবে না। শাক সবজি সবার খাওয়া দরকার। এই শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও বিভিন্ন রকমের উপাদান রয়েছে, যা মানব দেহের জন্য খুবই উপকার। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন,সুস্থ থাকবেন।