নিমকি গুলো দেখে জিভে জলে জল চলে আসলো। নিমকি খেতে আমি খুব পছন্দ করি ।বাজারে কেনা নিমকির চাইতে ঘরে বানানো নিমকি খেতে খুব সুস্বাদু হয় এবং বাসায় তৈরি নিমকি গুলো স্বাস্থ্যসম্মত। কিন্তু বাজারে তৈরি নিমকি স্বাস্থ্যসম্মত নয় ।আমি বাজারে কেনা নিমকি খাই না। বাসায় তৈরি নিমকিখাই।
আমি ও নিমকি তৈরি করতে পারি। কিন্তু সময়ের অভাবে ইচ্ছে থাকলেও করতে পারিনা ।আপনার মত বয়সে আমিও বাসায় অনেক কিছু তৈরি করতাম কিন্তু এখন আর পারিনা।
যাইহোক, নিমকি তৈরির পদ্ধতি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ।ভাল থাকবেন।