RE: গতকাল আমি পুষ্টিকর খাবার খাওয়া এবং সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করার মধ্যে দিয়ে দিনটি উপভোগ
আপনার ব্লগ টি পড়ে খুব ভালো লাগলো। আপনি সারাদিন বাড়িতে কাটিয়েছেন এবং একটা খুব সুন্দর সময় উপভোগ করেছেন তা জানতে পেরে বেশ ভালো লাগলো।।
আর আমরা বিভিন্ন রকমের খাবার খেতে তো সবসময় ভালবাসি। তার সাথে সেটা যদি হয় পুষ্টিকর খাবার তাহলে তো কোন কথাই হবে না। আপনি সারাদিন বাড়িতে থেকে নানা রকমের পুষ্টিকর খাবার উপভোগ করেছেন এবং তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আপনার পোষা বিড়ালের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। বিড়াল আমারও ভীষণ পছন্দের একটি পেট অ্যানিম্যাল। তবে বাড়িতে বিশেষ জায়গা না থাকায় বাড়িতে বিড়াল পোষার ইচ্ছে আমার পূরণ হয় না।
আপনার সকালের খাবার মেনুতে ছিল আলু ভর্তা এবং পেঁপে ভর্তা। দুই সত্যিই বাঙ্গালীদের খুবই প্রিয়। আর বাঙালি হিসেবে এই দুই ভর্তাই আমি খুব পছন্দ করি। গরম গরম ভাত আর আলু ভর্তা হলে তার সাথে আর কিছুই লাগে না। সকালে আপনি এরকম সুস্বাদু খাবার উপভোগ করেছেন জানতে পেরে খুশি হলাম।
আপনি আপনার বাড়িতে মায়ের কাজ খানিকটা এগিয়ে দিয়েছিলেন এবং দুপুরবেলায় আপনি আবারো কিছু সুস্বাদু খাবার উপভোগ করেছিলেন। দুপুরবেলা আপনাদের খাবারের মেনু ছিল উচ্ছে আলু ভাজি আর তার সাথে কলার শুক্ত। এই দুটোই আমার খুব পছন্দের খাবার। উচ্ছে অনেকে খেতে পছন্দ করে না ঠিকই কারণ একটু তেতো হয়। তবে উচ্ছে খেতে আমি খুব ভালোবাসি, তাই সে উচ্ছে ভাজা হোক বা উচ্ছেসিদ্ধ।
তারপর কিছু সময় বিশ্রাম নিয়ে আপনি গিয়েছিলেন ক্ষেত থেকে বরবটি তুলতে। শহরে থেকে আমাদের সেই সুযোগ হয় না। মাঠ থেকে সবজি তুলে আনার সে যে কি আনন্দ তা শুধুমাত্র মামার বাড়ি গেলেই বুঝতে পারি।। আমার মামার বাড়ি গ্রামে। তাই ছোটবেলায় মামার বাড়ি গেলে ভাই বোনেরা মিলে দুপুরবেলায় বেরিয়ে পড়তাম ক্ষেতে। সে আনন্দ বলে বোঝানো যাবে না।
ভাদ্র মাসে বাড়িতে তালের বড়া হলে তালের শাঁস গুলো আমরা এক জায়গায় জড়ো করে রাখি। তারপর লক্ষ্মীপূজোর সময় সেই তালশাঁসগুলো কেটে তালশাঁসের ভিতরের অংশ আমরা খাই। সেই স্বাদ সত্যিই অতুলনীয়।
আপনি কিছু সময় কাটানোর পর তাল শ্বাসের ভেতরের অংশ খেয়েছিলেন এবং তারপর পড়াশোনা করেছিলেন। কিছু সময় পড়াশোনা করার পর আবার রাতের খাবার তৈরি হয়েছিল। রাতের খাবারের ছিল বরবটির বীজ দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে, আমারও বেশ ভালো লাগে। আপনার ব্লগটি পড়ে অনেকটা রিলেট করতে পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যাবলী আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।